ETV Bharat / state

Ham Radio Initiative: বিশেষভাবে সক্ষম অন্ধ্রের নিখোঁজ প্রৌঢ়কে বাড়ি ফেরাল হ্যাম রেডিও

author img

By

Published : Feb 4, 2023, 7:34 PM IST

Ham Radio
বিশেষভাবে সক্ষম

হ্যাম রেডিওর দৌলতে বাড়ি ফিরলেন এক বিশেষভাবে সক্ষম (Ham Radio Initiative) ৷ তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৷ নিখোঁজ হয়ে যান গঙ্গাসাগর মেলায় এসে ৷

অন্ধ্রপ্রদেশের নিখোঁজ ব্যক্তিকে বাড়ি ফেরাল হ্যাম রেডিও

কাকদ্বীপ, 4 ফেব্রুয়ারি: অসাধ্য সাধন করল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব । অন্ধপ্রদেশের এক বিশেষভাবে সক্ষম নিখোঁজ পুণ্যার্থীকে পরিবারের হাতে তুলে দিল হ্যাম রেডিও (Ham Radio Initiative) । সম্প্রতি শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা 2023 । গঙ্গাসাগরে পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন বহু পুণ্যার্থী । লক্ষ মানুষের ভিড়ে কার্যত মিনি ভারতবর্ষ হয়ে উঠেছিল গঙ্গাসাগর সমুদ্র সৈকত। লক্ষ মানুষের ভিড়ে প্রিয়জনের থেকে একটু আড়াল হলেই হারিয়ে যাওয়ার ভয় থাকে সবসময় ।

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বিশেষভাবে সক্ষম: তিনি যদি আবার হন মূক ও বধির, তাহলে বিপদের আশঙ্কা আরও বেশি থাকে। প্রিয়জনকে খুঁজে বের করাটা খুব একটা সহজ ছিল না হ্যাম রেডিওর কাছে । এবার সেই অসাধ্য সাধন করল ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাব । গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া এক মূক ও বধিরের ইঙ্গিত শুনে কিছু তথ্য জোগাড় করে শুরু হয় অনুসন্ধানের কাজ । পরে জানা যায় ওই ব্যক্তির বাড়ি অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার বেলেপল্লী গ্রামে ।

হ্যাম রেডিয়োর অসাধ্য সাধন: ব্যক্তির নাম ভেমুলা ভেঙ্কটস্বামী (59)। প্রিয়জনকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি । ভয়ে খিদের জ্বালায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন ৷ কথা না-বলতে পারায় শুধুই কাঁদছিলেন । পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, "একজন মানুষ কথা বলতে পারেন না ৷ তিনি শুধু ইশারা ইঙ্গিতে সমস্ত কিছু বোঝাচ্ছিলেন । এই উদ্ধার কাজ আমাদের কাছে মোটেই সহজ ছিল না ৷ আর পাঁচটা উদ্ধার কাজের মতনও ছিল না। এই নিখোঁজ ব্যক্তির পরিবারের সন্ধান পাওয়ার ক্ষেত্রে আমাদের একাধিক পন্থা অবলম্বন করতে হয়েছিল ।"

ছবি দেখিয়ে বাড়ির খোঁজ: জানা গিয়েছে, প্রথমে ওই ব্যক্তিকে ভারতবর্ষের বিভিন্ন প্রসিদ্ধ মন্দিরের ছবি দেখানো হয় । সেখানেই অন্ধপ্রদেশের একটি মন্দির দেখে তিনি কেঁদে ফেলেন । হ্যাম রেডিয়োর সদস্যদের তখনই সন্দেহ হয় তিনি অন্ধপ্রদেশের বাসিন্দা ৷ গঙ্গাসাগরে এসে প্রিয়জনের কাছ থেকে হারিয়ে গিয়েছেন । এরপর তাঁকে অন্ধপ্রদেশের বেশ কিছু মন্দিরের ছবি দেখানো হয় ৷ এর পাশাপাশি অন্ধপ্রদেশে বেশ কয়েকজন জন প্রতিনিধিদের ছবি দেখান হ্যাম রেডিয়োর সদস্যরা ।

বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা: এরপর এক প্রতিনিধির ছবি দেখে তিনি চিনতে পারেন ৷ তারপর হ্যাম রেডিয়ো ওই এলাকার জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ৷ পরে তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায় । ওই ব্যক্তির ছেলে ভেমুলা রামবাবুর হাতে তুলে দেওয়া হয় তাঁকে । সে সময় সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার ইন্দ্রবদন ঝা, কাকদ্বীপের মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক আধিকারিকগণ । হারানো ব্যক্তিকে খুঁজে পেয়ে খুশি তাঁর পরিবারের লোকজন ।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের বাড়ি ফেরাচ্ছে হ্যাম রেডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.