ETV Bharat / state

Raidighi Bee Attack: মাকে বাঁচিয়ে মৌমাছির কামড়ে মৃত্যু ছেলের

author img

By

Published : Nov 4, 2022, 6:06 PM IST

Updated : Nov 4, 2022, 6:32 PM IST

Raidighi Bee Attack
মাকে বাঁচিয়ে মৌমাছির কামড়ে মৃত্যু ছেলের

মৌমাছির কামড়ে মৃত্যু সুরজিৎ কয়াল (32) নামে এক ব্যক্তির ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার রায়দিঘির নগেন্দ্রপুরের (Raidighi Bee Attack) ৷

রায়দিঘি, 4 নভেম্বর: মৌমাছির কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম সুরজিৎ কয়াল (32) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির নগেন্দ্রপুরে (Raidighi Bee Attack) ৷

জানা গিয়েছে, পুজোর ছুটিতে দেশের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন সুরজিৎ । প্রতিদিনের মতই রান্নাঘরে রান্না করছিলেন মা । রান্নার ধোঁয়ায় রান্না ঘরের পাশে থাকা মৌমাছির চাক থেকে একে একে মৌমাছিরা বেরিয়ে আসতে থাকে । এক ঝাঁক মৌমাছি মাকে আক্রমণ করলে, সুরজিৎ তৎক্ষণাত মাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েন ৷ কিন্তু মাকে মৌমাছির আক্রমণের হাত থেকে রক্ষা করলেও নিজেকে মৌমাছির কামড় থেকে বাঁচাতে পারেননি সুরজিৎ ৷ আর মৌমাছির কামড়ে মৃত্যু হয় তাঁর ।

আরও জানা গিয়েছে, নদিয়ার তাহেরপুরে কর্মসূত্রে থাকতেন সুরজিৎ ৷ সেখানেই তাঁর স্ত্রী থাকেন ৷ মাঝেমধ্যেই বাবা-মাকে দেখার জন্য রায়দিঘির নগেন্দ্রপুরের বাড়িতে আসতেন সুরজিৎ । বেশ কয়েকদিন আগে বাবা-মাকে দেখার জন্য দেশের বাড়িতে এসেছিলেন । ছেলে আসার আনন্দে বাড়িতে রান্না করছিলেন মা ৷ কিন্তু বাড়ির পাশেই একটি গাছে অকাণ্ড মৌচাক ছিল তা কেউ টের পায়নি । রান্নার ধোঁয়াতে এদিন মৌমাছি বেরোতে শুরু করে এবং ধোঁয়ার উৎসের দিকে ধাওয়া করে মৌমাছির ঝাঁক ৷ এটা দেখে মাকে নিয়ে ঘরে চলে যান সুরজিৎ । মাকে না-কামড়ালেও মৌমাছি কামড়ায় সুরজিৎকে ৷ সুরজিৎকে সারা শরীরে ঝেকে ধরে মোমাছি ৷ মৌমাছির আক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুরজিৎ ।

মৌমাছির কামড়ে মৃত্যু

আরও পড়ুন: উলটে গেল মৌমাছি ভর্তি ভ্যান, আতঙ্কে পালালেন দোকানদাররা

ঘটনার পর সঙ্গে সঙ্গেই সুরজিৎকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ পরে তাঁর অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা ৷ কিন্তু ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করার পথেই মৃত্যু হয় সুরজিতের । ছেলের মৃত্যুতে শোকে মূহ্যমান মা ৷

Last Updated :Nov 4, 2022, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.