ETV Bharat / state

করোনা রোগীর খাবার ও অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিতে উদ্যোগী ভাঙড়ের কয়েকজন যুবক

author img

By

Published : May 21, 2021, 3:29 PM IST

Updated : May 21, 2021, 4:24 PM IST

করোনা রোগীর খবার ও অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিতে উদ্যোগী ভাঙড়ের কয়েকজন যুবক
করোনা রোগীর খবার ও অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিতে উদ্যোগী ভাঙড়ের কয়েকজন যুবক

ভাঙড়ের উষপাড়া, মৌশল, তাড়দহ, খড়ম্বা-সহ একাধিক এলাকায় ইমানরা সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁরা কী কী পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত, সে বিষয়েও মানুষকে অবগত করছেন । ফোন নম্বর দিয়ে প্রয়োজনে ফোন করার জন্য কথা বলছেন ।

ভাঙড়, 21 মে : ঘরবন্দি করোনা রোগীর খবার বা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিতে এবার বিশেষ উদ্যোগ নিলেন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ইমান, আরপ, স্বপন ও উজ্জ্বলরা ।

করোনা সংক্রমণের সংখ্যাটা প্রত্যেকদিনই হুহু করে বাড়ছে । পাশাপাশি করোনা ছাড়াও অসুস্থ রোগীর সংখ্যাও কম নয় । কার্যত লকডাউনে তাই অসুস্থ রোগীরা পড়েছেন সমস্যায় । যথাসময়ে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাতে পারছেন না তাঁরা । তাই তাঁদের কথা মাথায় রেখে এবার রোগীদের জন্য গাড়ির ব্যবস্থা করলেন ভাঙড়ের ঊষপাড়া গ্রামের কয়েকজন যুবক । একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে তাঁরা করোনা আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছেন ।

সংগঠনের মূল উদ্যোক্তা ইমান আলি মোল্লা বলেন, ‘‘করোনা আবহে সাধারণ মানুষের কথা ভেবে এমন উদ্যোগ নিয়েছি । একটি ট্যাক্সি ও একটি অটোর মাধ্যমে আমাদের পথ চলা শুরু হয়েছে । গাড়িতে থাকছে অক্সিজেনও । পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকরা প্রত্যেকদিনই প্রোটিন যুক্ত খবার নিয়ে করোনা রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসছেন ।’’ গত বছর লকডাউনের সময়ও এমন ভাবে তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলে জানান ইমান ।

ভাঙড়ের উষপাড়া, মৌশল, তাড়দহ, খড়ম্বা-সহ একাধিক এলাকায় ইমানরা সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁরা কী কী পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত, সে বিষয়েও মানুষকে অবগত করছেন । ফোন নম্বর দিয়ে প্রয়োজনে ফোন করার জন্য কথা বলছেন । ইমান-উজ্জ্বলদের এমন উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষও । মৌশল গ্রামের কমল হালদার বলেন, ‘‘পরিষেবা দেওয়ার জন্য আমাদের বাড়িতে বাড়িতে এসে বলে যাচ্ছেন । আমরা প্রয়োজনে ফোন করে নিশ্চিত খবর দেব ।’’

আরও পড়ুন : করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ

বুধবার ঊষপাড়ার এই স্বেচ্ছাসেবী সংগঠনের গাড়ি দু’টি উদ্বোধন করেন ভাঙড়-1 পঞ্চায়েত সমিতির সভাপতি সাহাজান মোল্লা । সংগঠনের সভ্যদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি পাশে থাকার আশ্বাস দেন । পাশাপাশি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করবেন বলে জানান । স্বাভাবিক ভাবে মানবিকতার উদার ভাবনায় এমনভাবে মানুষের পাশে দাঁড়ানোয় খুশি এলাকার সাধারণ মানুষ ।

Last Updated :May 21, 2021, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.