ETV Bharat / state

No Student in School: শিক্ষিকা থাকলেও পড়ুয়া নেই, গোসাবার স্কুলে চরম অচলাবস্থা

author img

By

Published : May 23, 2023, 10:05 PM IST

Gosaba school
গোসাবার স্কুলে পড়ুয়া নেই

যেখানে জেলার বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে পড়ুয়া আছে, কিন্তু শিক্ষক নেই ৷ সেখানে গোসাবায় যেন উলটপুরাণ ৷ বালি পশ্চিমপাড়া জুনিয়র হাইস্কুলে রয়েছেন একজন শিক্ষিকা ৷ তবে নেই কোনও পড়ুয়া ৷ শিক্ষিকা রোজ স্কুলে আসেন ৷ বসে থাকেন তারপর ফের বাড়ি চলে যান ৷ আর এভাবেই তাঁর কাটছে মাসের পর মাস ৷ কারণ ওই স্কুলে 2023 শিক্ষাবর্ষে একজন ছাত্র ছাত্রীও ভরতি হয়নি ৷

গোসাবার স্কুলে চরম অচলাবস্থা

গোসাবা, 23 মে: এ যেন উলটপুরাণ ৷ রাজ্য সরকারের উৎসশ্রী প্রকল্প চালুর পর বেশিরভাগ হাইস্কুল ও জুনিয়র হাইস্কুলে শিক্ষক শিক্ষিকার রদবদল হয়েছে । বেশিরভাগ জায়গাতেই দেখা গিয়েছে ছাত্র ছাত্রীদের কথা চিন্তা না করে শিক্ষক শিক্ষিকারা নিজেদের সুবিধার জন্য বাড়ির কাছের স্কুলে বদলি নিয়েছেন । এর ফলে রাজ্যের বহু স্কুলই শিক্ষক শিক্ষিকার অভাবে ভুগছে । কিন্তু গোসাবার বালি দ্বীপের অন্তর্গত বালি পশ্চিমপাড়া জুনিয়র হাইস্কুলের অবস্থা ঠিক উলটো । এখানে শিক্ষিকা আছেন, কিন্তু পড়ুয়া নেই । চলতি শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত কোনও পড়ুয়ার নামই অন্তর্ভুক্ত হয়নি রেজিস্টার খাতায় । একজন শিক্ষিকা রয়েছেন স্কুলে ৷ যিনি প্রতিদিনই স্কুলে আসেন ৷ কিছুক্ষণ বসে থাকেন তারপর চলে যান । কারণ কাকে পড়াবেন ? কোনও ছাত্রছাত্রীই তো নেই ওই বিদ্যালয়ে ৷

জানা গিয়েছে, 2009 সালে এই স্কুলটি চালু হয়েছিল। পাশের প্রাইমারি স্কুলের সঙ্গেই গড়ে উঠেছিল এই জুনিয়র হাইস্কুলটি। সে সময় সরকার থেকে দু'জন শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল ৷ বাকি স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষকরা যোগ দিয়েছিলেন ওই স্কুলে । গ্রামবাসীরা জানায়, স্কুল শুরুর সময়কালে শতাধিক পড়ুয়া ছিল। কিন্তু সময় যতই গড়িয়েছে ততই এই স্কুলে কমেছে পড়ুয়ার সংখ্যা । গত কয়েক বছরের হিসেব বলছে, কোনও বছর একজন পড়ুয়া তো কোনও বছর দু'জন পড়ুয়া নিয়েই এই স্কুল চলেছে । শিক্ষিকা অবশ্য দু'জন ছিলেন । কিন্তু 2022 সালের এপ্রিল মাসে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একজন শিক্ষিকা অন্য স্কুলে চলে যান ট্রান্সফার নিয়ে । সেই থেকে জলি সাহা রায় নামে একজন শিক্ষিকাই যকের ধনের মতো সামলাচ্ছেন এই স্কুল বাড়িটিকে ।

এই স্কুলে অভিভাবকরা নিজের সন্তানদের ভরতি করতে চাইছেন না ৷ কারণ, একদিকে যেমন শিক্ষকের অভাব ৷ অন্যদিকে অষ্টম শ্রেণির পর পড়ুয়াদের অন্য কোনও হাইস্কুলে বদলি ৷ এটি জুনিয়ার হাইস্কুল ফলে স্বাভাবতই অষ্টম শ্রেণির পর পড়ুয়াদের অন্যত্র ভরতি হতে হবে পড়াশুনার জন্য । আর সেই কারণেই এই স্কুলে ভরতি হচ্ছে না পড়ুয়ারা । বিষয়টি প্রশাসনের গোচরে আছে বলেই জানিয়েছেন গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী । এ বিষয়ে স্কুল শিক্ষা দফতরকেও জানানো হয়েছে বলে দাবি তাঁর ।

আরও পড়ুন: পড়ুয়া পাঁচ, শিক্ষক দুই ! চলছে সরকারি প্রাথমিক স্কুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.