ETV Bharat / state

Red Alert for Fisherman: নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

author img

By

Published : Aug 7, 2022, 1:25 PM IST

Updated : Aug 7, 2022, 1:43 PM IST

আগামী 8 অগস্ট থেকে 11 অগস্ট পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া । সেই সঙ্গে হবে বৃষ্টিপাতও । আর সেই কারণেই মৎস্যজীবীদের 8 থেকে 11 অগস্ট উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা (Red Alert for Fisherman) । 7 তারিখ রাতের মধ্যেই সমুদ্র উপকূল থেকে তাঁদের ফিরে আসতে বলা হয়েছে ।

Red Alert for Fisherman in South 24 pgs due to low pressure forecast in Bengal
Red Alert for Fisherman

সুন্দরবন, 7 অগস্ট: নিম্নচাপের আশঙ্কা বাড়ছে বাংলায়(low pressure forecast) । উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যার জেরে মৎস্যজীবীদের জন্য জারি করা হল লাল সতর্কতা(Red Alert for Fisherman) ।

জানা গিয়েছে, আগামী 8 অগস্ট অর্থাৎ সোমবার থেকে 11 অগস্ট পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া । সেই সঙ্গে হবে বৃষ্টিপাতও । আর সেই কারণেই মৎস্যজীবীদের 8 থেকে 11 অগস্ট উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা । 7 তারিখ রাতের মধ্যেই সমুদ্র উপকূল থেকে তাঁদের ফিরে আসতে বলা হয়েছে । পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলাকালীন উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । ওই চারদিন জারি থাকবে লাল সতর্কতা ।

সুন্দরবন এলাকার একটি বড় অংশের মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরে । কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি-সহ দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের কপালে এখন চিন্তার ভাঁজ । কারণ, আবহাওয়া আবারও প্রতিকূল । নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে । যার জেরে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস্য দফতর ।

সুন্দরবন এলাকার বিভিন্ন মৎস্যজীবী সংগঠনগুলিকে এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে । সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে শুরু করেছে মৎস্যজীবী সংগঠনগুলি । যে মাছ ধরার ট্রলারগুলি ইতিমধ্যেই সমুদ্র রয়েছে, তাদের নিকটবর্তী কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে । ইতিমধ্যেই জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা ৷ উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাইকিং-এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে । যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতির কাজ করছে সেচ দফতর । দক্ষিণ 24 পরগনা বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকার পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে লাল সর্তকতা (Red Alert for Fisherman in South 24 pgs due to low pressure forecast in Bengal) ।

মৎস্যজীবীদের জন্য জারি করা হল লাল সতর্কতা

আরও পড়ুন: পূর্ণিমার ভরা কটালে নদী বাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা

ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । উপকূল তীরবর্তী এলাকাগুলিতে মাইকিং-এর মাধ্যমে বাসিন্দাদের সতর্কীকরণের কাজ চলছে । ব্লক প্রশাসন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছে ।

Last Updated : Aug 7, 2022, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.