ETV Bharat / state

মৌসুনি দ্বীপে সরকারি ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author img

By

Published : Jun 2, 2021, 3:00 PM IST

politics-over-government-relief-allegations-against-the-trinamool-in-mausuni-island-sundarban
মৌসুনি দ্বীপে সরকারি ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি সমর্থক হওয়ায় সরকারি ত্রাণ না দেওয়ার অভিযোগ ৷ সুন্দরবনের মৌসুনি দ্বীপের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন গ্রামবাসীদের একাংশ ৷

সুন্দরবন, 2 জুন : সরকারি ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের মৌসুনি দ্বীপে । ত্রাণের সামগ্রী আনতে গেলে বিজেপি সমর্থক হওয়ায় বহু মানুষকে ত্রাণ দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ ঘটনায় শাসক দল তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন মৌসুনি দ্বীপের অনেকে ৷

রাজ্য সরকারের তরফে বারবার ঘোষণা করা হয়েছে, ত্রাণ নিয়ে যাতে কোনও রাজনীতি না হয় ৷ এমনকি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাও জানিয়েছিলেন, কেউ বঞ্চিত হবেন না ৷ তবে, সেই ঘোষণাই ছাড় ৷ মৌসুনি দ্বীপের গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ত্রাণ শিবিরে খাবার আনতে গেলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয় ৷ অভিযোগ সেখানে তৃণমূলের নেতারা স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি সমর্থক হওয়ায় তাঁদের ত্রাণের সামগ্রী দেওয়া যাবে না ৷

মৌসুনি দ্বীপে সরকারি ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : রাজনীতির রং দেখে ত্রাণ দেওয়া হচ্ছে, ক্ষোভ দিলীপের

যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছে তারা ৷ তৃণমূলের দাবি ত্রাণ নিয়ে কোনওরকম রাজনীতি হচ্ছে না মৌসুনি দ্বীপে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.