ETV Bharat / state

Man Climbs Tower : 150 ফুট উঁচু টাওয়ারের উপরে যুবক ! নামতে হিমশিম পুলিশের

author img

By

Published : Apr 28, 2022, 11:15 AM IST

Pathar Pratima News
মানসিক ভারসাম্য়হীন যুবক উঠে বসেছে টাওয়ারে

150 ফুট উঁচু টাওয়ারে উঠে বসল মানসিক ভারসাম্য়হীন এক যুবক (Man climbs 150 feet tall tower at Pathar Pratima) ৷ তাঁকে নামাতে রীতিমতো হিমশিম খেল পুলিশ ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার ৷

পাথরপ্রতিমা, 28 এপ্রিল : 150 ফুট উঁচু টাওয়ারের উপর যুবক । নিচে নামাতে ঘটনাস্থলে দমকল ও পুলিশ আধিকারিকরা (Man climbs 150 feet tall tower at Pathar Pratima)। কয়েক ঘণ্টা চেষ্টার পর তাঁকে নামানো সম্ভব হয় । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমায় ৷ কিন্তু ব্যাপারটা ঠিক কী, কেন টাওয়ারে উঠে বসলেন যুবক ?

জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার নামখানার বাসিন্দা ওই যুবকের নাম দেবাশিস মাইতি । বয়স 22 বছর । বাবা মহাদেব মাইতি, মা সন্ধ্যা মাইতি । মাধ্যমিক পাশ দেবাশিসের উপরই ছিল সংসারের ভার । কিন্তু গত একমাস ধরে কোনও অজ্ঞাত কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তিনি । নামখানায় থাকাকালীন কখনও ট্রেনলাইনে ঝাঁপ দিয়েছেন । কখনও আবার গাছের মগডালে উঠে বসেছেন । কখনও আবার অকারণে পুকুরে ঝাঁপ দিয়েছেন । সেই কারণে বাধ্য হয়ে দেবাশিসকে দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা থানার বনশ্যামনগরের গঙ্গাপুরে মামার বাড়িতে নিয়ে যান তাঁর মা ।

মানসিক ভারসাম্য়হীন যুবক উঠে বসেছে টাওয়ারে

আরও পড়ুন : 12 বগির ট্রেনের জন্য শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শুরু

সেখানে 24 ঘণ্টা তাঁকে শিকলে বেঁধে রাখা হত । জানা গিয়েছে, এদিন রাতে কোনওভাবে শিকল কেটে পালিয়ে যায় ওই যুবক । উঠে পড়ে 150 ফুট উঁচু টাওয়ারে । রাতে ছেলেকে খোঁজাখুঁজি করেও পাননি পরিবারের সদস্যরা । তবে ধাতব টাওয়ারে লাঠি দিয়ে শব্দ করছিলেন যুবক । ফলে স্থানীয়রা বুঝতে পেরেছিলেন কেউ টাওয়ারে উঠেছে ।

বৃহস্পতিবার সকালে দেবাশিসকে টাওয়ারের উপরে দেখতে পান স্থানীয়রা । ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । দুর্ঘটনার আশঙ্কা করে তড়িঘড়ি পুলিশ ও দমকলে খবর দেওয়া হয় । দীর্ঘক্ষণ যুবককে নামানোর চেষ্টা চলে । অবশেষে নামানো হয়েছে যুবককে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.