ETV Bharat / state

ATM Robbery: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠে গ্রেফতার রক্ষণাবেক্ষণকারী সংস্থার ইঞ্জিনিয়ার

author img

By

Published : Sep 12, 2021, 7:15 PM IST

বারুইপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের ঘটনায় গ্রেফতার রক্ষণাবেক্ষণকারী সংস্থার ইঞ্জিনিয়ার ৷ শনিবার রাতে বাপ্পা মণ্ডল নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ স্ত্রীর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল ৷ তাই এই চুরি বলে জানিয়েছে সে ৷

police-arrest-engineer-of-maintenance-agency-for-atm-robbery-case-in-baruipur
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠে গ্রেফতার রক্ষণাবেক্ষণকারী সংস্থার ইঞ্জিনিয়ার

বারুইপুর, 12 সেপ্টেম্বর : গত এপ্রিল মাসে বারুইপুরের রামনগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের কিনারা করল পুলিশ ৷ ঘটনায় এটিএম রক্ষণাবেক্ষণ সংস্থার ইঞ্জিনিয়ার বাপ্পা মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ ৷ শনিবার রাতে সোনারপুরের শীতলামন্দির এলাকার ভাড়াবাড়ি থেকে বাপ্পা মণ্ডলকে গ্রেফতার করা হয় ৷ তার কাছে থেকে লুঠের নগদ 2 লাখ টাকা পায় পুলিশ ৷ অভিযুক্ত বাপ্পা ভাঙড়ের চন্দনেশ্বর এলাকার বাসিন্দা ৷ কয়েকবছর আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে সোনাপুরে থাকতে শুরু করে সে ৷

জানা গিয়েছে, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় বারুইপুরের রামনগর এলাকায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে প্রায় 7 লাখ টাকা লুঠ হয়েছিল ৷ 15 এপ্রিল ব্যাঙ্কের তরফে এ নিয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ পুলিশ জানতে পারে ভর্টেকস নামে একটি বেসরকারি সংস্থা এটিএম-এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ৷ লুঠের ধরণ দেখে পুলিশের সন্দেহ হয়, ঘটনায় ভিতরের কেউ জড়িত রয়েছে ৷ আর তার পরেই পুলিশ ওই সংস্থায় গিয়ে তদন্ত শুরু করে ৷

আরও পড়ুন : Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় বিধায়কের নামে ভুয়ো পেজ, টাকা চেয়ে মেসেজ

জানা যায়, ইঞ্জিনিয়ার হওয়ায় ভল্টের পাসওয়ার্ড এবং এটিএম মেশিনের চাবি বাপ্পা মণ্ডলের কাছে রয়েছে ৷ ফলে স্বাভাবিকভাবেই বাপ্পা মণ্ডলের উপর সন্দেহ হয় পুলিশের ৷ বেশ কয়েকমাস ধরে বাপ্পা মণ্ডলের উপর নজর রাখছিলেন তদন্তকারীরা ৷ সম্প্রতি পুলিশের হাতে বেশ কিছু তথ্য আসে ৷ তার ভিত্তিতেই শনিবার রাতে বাড়ি থেকে বাপ্পা মণ্ডলকে আটক করে নিয়ে যায় পুলিশ ৷ রাতভর জেরার পর বাপ্পা মণ্ডল অপরাধের কথা স্বীকার করে ৷ পুলিশকে জেরায় অভিযুক্ত জানিয়েছে, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ৷ তাঁর কিছু সমস্যা থাকায় চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ৷ তাই সে এই কাজ করেছে ৷ এর পরেই পুলিশ বাপ্পাকে গ্রেফতার করে ৷

আরও পড়ুন : Post Poll Violence: তুফানগঞ্জে তৃণমূল কর্মী খুনে সিবিআইয়ের জালে 3 বিজেপি কর্মী-সহ 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.