ETV Bharat / state

Baruipur Arrest: বেআইনিভাবে অটোতে রান্নার গ্যাস ভরার অভিযোগ, পুলিশি অভিযানে গ্রেফতার 2

author img

By

Published : Sep 6, 2021, 5:45 PM IST

Police Arrest 2 Person for Illegal LPG Business in Baruipur
বেআইনিভাবে অটোতে রান্নার গ্যাস ভরার অভিযোগ, পুলিশি অভিযানে গ্রেফতার 2

চম্পাহাটির তিন জায়গায় বেআইনি গ্যাসের ঠেকে অভিযান পুলিশের ৷ অভিযোগ বেআইনিভাবে রান্নার গ্যাস অটোতে ভরা হত ওই জায়গাগুলিতে ৷ মোট 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ আরও এক অভিযুক্ত সেখান থেকে পালিয়েছে ৷

বারুইপুর, 6 সেপ্টেম্বর : বেআইনিভাবে রান্নার গ্যাসের ব্যবসা করার অভিযোগ ৷ যে অভিযোগের ভিত্তিতে এবার অভিযানে নামল বারুইপুর থানার পুলিশ ৷ অবৈধ ভাবে গৃহস্থলিতে ব্যবহার করার গ্যাস অটোতে ভরার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় এক অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে ৷ বারুইপুর চম্পাহাটির চিনের মোড় থেকে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করেছে ৷

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে পুলিশ অভিযোগ পাচ্ছিল, ওই এলাকায় গৃহস্থালির কাজে ব্যবহার হওয়া রান্নার গ্যাস অটোতে ব্যবহার করা হচ্ছিল ৷ আর পিছনে বেশ কিছু অসাধু চক্র জড়িত বলে পুলিশ জানতে পারে ৷ সেই মতো আজকে চম্পাহাটি ও তার আশেপাশের এলাকায় অভিযান চালায় বারুইপুর পুলিশ ৷ চিনের মোড়ে হানা দিয়ে অলক নস্কর নামে এক বেআইনি ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ ৷ অন্যদিকে, কুমোড় হাট এলাকা থেকে রুস্তম গাজিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে, সূর্যপুর কেয়াতলাতে পুলিশ অভিযান চলার সময় শাহজাহান খান নামে এক বেআইনি এলপিজি ব্যবসায়ী পালিয়ে যায় ৷ পুলিশকে দেখে সে সেখান থেকে পালায় ৷

আরও পড়ুন : Jamtara Gang: অপরাধের ধরন বদলাচ্ছে জামতাড়া গ্যাং, চিন্তায় গোয়েন্দারা

এই তিন জায়গায় তল্লাশি চালিয়ে মোট 14টি এলপিজি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ ৷ যার মধ্যে মোট 5টি সিলিন্ডার ভর্তি ছিল ৷ এছাড়াও গ্যাসের ওজন মাপার জন্য রাখা তিনটি মেশিন উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ ৷ সেই সঙ্গে অটোতে গ্যাস রিফিল করার তিনটি যন্ত্র উদ্ধার করা হয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালানো হচ্ছে ৷ আগামী দিনে এই ধরনের অভিযান আরও হবে বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : Maoist Posters: বরাবাজারে ফের মাওবাদী পোস্টার, এবার প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.