ETV Bharat / state

Pathar Pratima: পাথরপ্রতিমা নদী বাঁধে ধস আতঙ্কিত গ্রামবাসীরা

author img

By

Published : Jul 12, 2022, 10:31 PM IST

Pathar Pratima news
পাথরপ্রতিমা নদী বাঁধে ধস আতঙ্কিত গ্রামবাসীরা

পাথরপ্রতিমার পূর্ব শ্রীপতিনগরে হাজার বিঘাতে ঠাকুরান নদীর নদী বাঁধে কিছু দুরে ধস দেখতে পান স্থানীয়রা (Pathar Pratima)৷ এরপর ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ৷

পাথর প্রতিমা, 12 জুলাই: নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফালায় পাথরপ্রতিমা নদী বাঁধে ধস নামে (Pathar Pratima)। আতঙ্কিত এলাকাবাসীরা ৷ বঙ্গোপসাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্তন আর তার জেরে রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি । পাথরপ্রতিমার পূর্ব শ্রীপতিনগরে হাজার বিঘাতে ঠাকুরান নদীর নদী বাঁধে প্রায় 100 মিটারের মতো ধস দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এরপর ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে ।

গ্রামবাসীদের অভিযোগ, "দীর্ঘদিন ধরে নদী বাঁধের বেহাল অবস্থা ছিল । বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনওরকম শুরু হয়নি নিম্নচাপ আর ভরা ফোটালে জেরে নদী বাঁধে ধ্বস নিয়েছে । নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছি আমরা । নদী বাঁধ ভেঙে গেলে ডুবে যাবে পূর্ব শ্রীপতি নগর ও পশ্চিম শ্রীপতিনগরের কয়েক হাজার পরিবার । ক্ষতিগ্রস্ত হবে বিঘার পর বিঘা চাষের জমি । ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে সেচ দফতরের আধিকারিকেরা ।

পাথরপ্রতিমা নদী বাঁধে ধস আতঙ্কিত গ্রামবাসীরা

আরও পড়ুন: কাকদ্বীপে কালনাগিনী নদী বাঁধে ধস, আতঙ্কিত গ্রামবাসী

স্থানীয় পঞ্চায়েত সদস্য দিলবার শেখ বলেন, ব্লক প্রশাসনের দফতরে পাথরপ্রতিমা বিস্তীর্ণ নদী বাঁধ নিয়ে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয় । পূর্ব শ্রীপতিনগরে নদী বাঁধের বেহাল দশা আলোচনা করা হয়। যত দ্রুত সম্ভব ওই নদী বাঁধ মেরামতের কাজ সম্পূর্ণ করা হবে । কবে গ্রামবাসীরা মনে করছে পূর্ণিমার কোটালের জেরে যে জলস্ফীতি হবে তাতে নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকায় প্লাবিত হবে । গ্রামবাসীদের একটাই দাবি স্থায়ী কংক্রিট নদী বাঁধলে তবেই এই সমস্যার সমাধান হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.