ETV Bharat / state

Kakdwip Student Death: একমাত্র ছেলের আত্মহত্যার ঘটনায় যাদবপুরের ছায়া দেখছেন কাকদ্বীপের বাবা-মা

author img

By

Published : Aug 21, 2023, 4:46 PM IST

দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ছাত্রের আত্মহত্যার ঘটনায় যাদবপুর কাণ্ডের ছায়া দেখছেন তার বাবা-মা ৷ অভিযোগ, ছেলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিয়োর কারণেই তাঁদের ছেলে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছে ৷ দাবি, তাঁদের ছেলেও ব়্যাগিংয়ের শিকার ৷ তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি

ছেলের আত্মহত্যার ঘটনায় যাদবপুরের ছায়া

কাকদ্বীপ, 21 অগস্ট: নাবালক ছেলের আত্মহত্যার ঘটনায় যাদবপুর কাণ্ডের ছায়া দেখছেন কাকদ্বীপের বাসিন্দা দম্পতি ৷ গত 16 জুলাই আত্মহত্যা করে একাদশ শ্রেণীর এক ছাত্র ৷ বাবা-মা বুঝতেই পারেন না, কেন এমন ঘটনা ঘটলো৷ এরপর একটি ভিডিয়ো ভাইরাল হতেই মৃত ছাত্রের বাবা-মা অভিযোগ করেছেন, তাঁদের ছেলেও ব়্যাগিংয়ের শিকার হয়েছে ৷ কাকদ্বীপ হারুড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত স্টিমারঘাট রোডের বাসিন্দা সন্তানহারা বাবা-মা দিন গুনছেন সু-বিচারের আশায় ৷

মৃত ছাত্রের বাবা বলেন, "আমার ছেলে 16 জুলাই আত্মহত্যা করে ৷ ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছিলাম আমরা ৷ পুলিশি অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ তদন্তও শুরু করেছে ৷ এতদন বুঝতে পারছিলাম না, আমাদের ছেলে কেন এমন কাণ্ড ঘটালো ৷ এখন বুঝতে পারছি, কেন এমন হয়েছে ৷ আমাদের ছেলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা গিয়েছে, সে কারোর পা ছুঁয়ে অন্যায় স্বীকার করছে ৷ কী কারণে বুঝতে পারলাম না ৷ পরে এই ভিডিয়োটা ভাইরাল হতেই, আমার ছেলে এমন কাণ্ড ঘটিয়েছে ৷"

মৃত ছাত্রের মা দাবি করে বলেন, "যাদবপুরে যে ঘটনা ঘটেছে, আমার ছেলের সঙ্গেও সেই ঘটনা ঘটেছে ৷ আমার ছেলেও ব়্যাগিংয়ের শিকার ৷ পুলিশের কাছে বারবার যাচ্ছি, কোনও ফল হচ্ছে না ৷ যাদবপুরের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে ৷ আমার ছেলের সঙ্গে যারা এমন করেছে, তাদের গ্রেফতার করুক পুলিশ ৷ তাদের উচিত শাস্তি চাই আমি ৷"

আরও পড়ুন: ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঠানো দ্বিতীয় রিপোর্টেও অসন্তুষ্ট ইউজিসি

অন্যদিকে, কাকদ্বীপের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘটনার তদন্ত চলছে ৷ যেহেতু যে ছাত্র মারা গিয়েছে সে নাবালক এবং এই ঘটনায় যারা জড়িত তারাও নাবালক, তাই তদন্ত সাবধানতার সঙ্গে করতে হচ্ছে ৷ ত্রিকোণ প্রেমের ঘটনা সামনে এসেছে ৷ ভাইরাল হওয়া ভিডিয়োটি আমরা দেখেছি ৷ সেই বিষয়টিও নজরে রাখা হয়েছে ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷ জিজ্ঞাসাবাদ চলছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.