ETV Bharat / state

Mangrove Cultivation: বাঘের বদলে বন্দুক, কড়া পাহারায় পৃথিবীর সর্ববৃহৎ নার্সারিতে হচ্ছে ম্যানগ্রোভ চাষ

author img

By

Published : Aug 3, 2023, 9:55 PM IST

Etv Bharat
Etv Bharat

জঙ্গল ঘেষা এলাকা, সবসময় একটাই ভয়, বাঘ ঢুকে আসতে পারে ৷ তা ঠেকাতে ভরসা একমাত্র বন্দুক ৷ তার ভরসাতেই সুন্দরবনে চলছে ম্যানগ্রোভ চাষ ৷

পৃথিবীর সর্ববৃহৎ নার্সারিতে হচ্ছে ম্যানগ্রোভ চাষ

সুন্দরবন, 3 অগস্ট: যে কোনও মুহূর্তে ঢুকে যেতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার । ম্যানগ্রোভ নার্সারিকে রক্ষা করতে বন্দুক হাতে পাহারাদার ৷ বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে সুন্দরবন । আমফান থেকে আয়লা, সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে রুখে দিয়েছে ম্যানগ্রোভ অরণ্য ৷ নিজে ধ্বংস হয়ে সুন্দরবনবাসীকে রক্ষা করেছে নোনা জলের এই অরণ্য। ফলে ঝুঁকি নিয়েই সুন্দরবনের সৌন্দর্য এবং নিরাপত্তার রক্ষায় তৎপর বনকর্মীরা ৷

ফলে এবার অরণ্যের গুরুত্ব বুঝে সুন্দরবনে প্রায় এক কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বনদফতর। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ নার্সারি সুন্দরীকাটি ইকো কনজারভেশন ক্যাম্প ৷ দক্ষিণ 24 পরগণার এই জঙ্গল ঘেষা বাঘের ডেরার নার্সারিতেই তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ ৷ বাঘের ডেরার নার্সারিতে তৈরি করা হচ্ছে সুন্দরবনের সুন্দরী, গড়ান, গেওয়া, কাঁকড়া, বকুল বাণী গাছ ৷ ঝুঁকি নিয়েই চলছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ তৈরি করার কাজ ৷ এটাকে সাধারণত সেন্ট্রাল নার্সারি বলা হয় বলে জানা গিয়েছে । এই নার্সারি থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে ম্যানগ্রোভ বসানো হয় ।

আরও পড়ুন: ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা নিয়ে সুন্দরবনে আয়ারল্যান্ডের সিনেট ফিক্স

নার্সারির চারিদিক নাইলন জাল দিয়ে ঘিরে রাখা ৷ তারমধ্যেই বনকর্মীরা বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ তৈরি করছেন । নার্সারির ভিতরে বনকর্মীদের হাতে দেখা গেল রাইফেল ও গলায় দূরবীন । এক বনকর্মীকে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘‘কাঁধে রাইফেল ও গলায় দূরবীন রাখার একটাই কারণ, এই আজমলমারি 8 নম্বর জঙ্গল কোর এরিয়া ৷ এখানে যেকোনও মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে যেতে পারে । তাই কোনওভাবে যদি এই নার্সারিতে বাঘ ঢুকে পড়ে, তাই আমরা এই দূরবীন দিয়ে নজর রাখি ৷ যদি এই নার্সারিতে বাঘ ঢুকে পড়ে তাহলে ব্ল্যাংক ফায়ার করে সেটিকে তাড়িয়ে দেওয়া হবে । যাতে বনকর্মীরা নির্ভাবনায় নার্সারিতে কাজ করতে পারে সেই আমাদের কারণেই রাখা হয়েছে ।’’

আরও পড়ুন: ম্যানগ্রোভ রোপণ করে মানুষকে স্বনির্ভরের চেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.