ETV Bharat / state

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বারুইপুরে রাস্তা অবরোধ, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

author img

By

Published : May 26, 2020, 6:34 PM IST

Updated : May 26, 2020, 9:15 PM IST

এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের বলবন এলাকা । তাই আজ সকাল থেকেই বারুইপুর ক্যানিং রোডের ফুলতলা এক নম্বর গেটের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ।

বারুইপুরে রাস্তা অবরোধ
বারুইপুরে রাস্তা অবরোধ

বারুইপুর, 26 মে : আমফান ঘূর্ণিঝড়ের দক্ষিণবঙ্গে আছড়ে পড়ার পর কেটে গিয়েছে ছ'টা দিন । এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের বলবন এলাকা । তাই আজ সকাল থেকেই বারুইপুর ক্যানিং রোডের ফুলতলা এক নম্বর গেটের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন নস্কর ।

কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বারুইপুর থানার পুলিশ । তবে, অবরোধ তুলতে চায়নি বাসিন্দারা । তাদের দাবি, যতক্ষণ না এলাকায় বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে, ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবে । ঘটনাস্থানে যান বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী । তিনিও অবরোধ তোলার জন্য স্থানীয়দের ও স্বপন নস্করকে বোঝানোর চেষ্টা করেন । তারপরই তাঁর সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে ।

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বারুইপুরে রাস্তা অবরোধ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে যান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু । তাঁর নেতৃত্বে রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেয় পুলিশ । পুলিশের সামনেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী । এ বিষয়ে শ্যামসুন্দর চক্রবর্তী বলেন, বিদ্যুৎ ও জল না পাওয়ায় মানুষের ক্ষোভ থাকা স্বাভাবিক, কিন্তু রাস্তা অবরোধ করলে কাজ আরও পিছিয়ে যাবে । তাই তিনি অবরোধ তুলে দিয়েছেন । অন্যদিকে স্বপন নস্কর বলেন, তৃণমূল ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর নেতৃত্বে বহিরাগত লোকজন এসে তাঁকে ও আরও বেশ কয়েকজনকে মারধর করেছে ।

Last Updated :May 26, 2020, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.