ETV Bharat / state

ন্যায্য রেশনের দাবিতে রাস্তা অবরোধ বারুইপুরে

author img

By

Published : May 19, 2020, 1:46 PM IST

baruipur
baruipur

রেশন সামগ্রী না পাওয়ায় রাস্তা অবরোধ গ্রামবাসীদের । বারুইপুর সুভাষ গ্রাম পেটুয়া এলাকায় ঘটনা । বারুইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

বারুইপুর, 19 মে : ন্যায্য পরিমাণে রেশনের দাবিতে রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা । যদিও কেউ সামাজিক দূরত্ব মানেননি । বারুইপুর সুভাষ গ্রাম পেটুয়া এলাকার ঘটনা । গ্রামবাসীদের অভিযোগ, রেশন কার্ড না থাকায় টোকেন নিতে মল্লিকপুর পঞ্চায়েত প্রধানের বাড়ি গেলে ঘার ধাক্কা দিয়ে তাঁদের তাড়িয়ে দেওয়া হয় । যদিও অভিযোগ অস্বীকার করেন প্রধান। বারুইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । স্থানীয় প্রশাসনের তরফে তাঁদের ন্যায্যমূল্যের রেশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেন তাঁরা ।

এই এলাকায় কয়েকদিন আগে লকডাউনের বিষয়ে সচেতন করতে গিয়ে হেনস্থা হতে হয়েছিল পুলিশকে । অভিযোগ, কয়েকজন লকডাউন উপেক্ষা করে । সতর্ক করতে গেলে তারা চড়াও হয় পুলিশের উপর । পুলিশকর্মীকে মারধরও করে তারা । সেই ঘটনারই শাস্তি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান। এমনই অভিযোগ করলেন স্থানীয়রা । আরও অভিযোগ, তাঁদের ঠিকমতো রেশন দেওয়া হচ্ছে না । পরিমাণমতো খাবার না পেয়ে ইতিমধ্যেই ওই এলাকায় এক শিশু অসুস্থ হয়ে পড়েছে । তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে । তাই গতকাল গ্রামবাসীরা রেশনের দাবিতে রাস্তায় নামেন ।

যদিও মল্লিকপুর পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, প্রায় 200 গ্রামবাসী তাঁর বাড়িতে চড়াও হন । তাঁকে হেনস্থা করেন । লকডাউনের মধ্যে কেউ সামাজিক দূরত্ব বজায় রাখেননি ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে তাঁদের ন্যায্য রেশন দেওয়ার প্রতিশ্রুতি দেয় স্থানীয় প্রশাসন । তখন অবরোধ তুলে নেওয়া হয় । অবরোধের ফলে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েছিল এই এলাকা । রাস্তা অবরোধ ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় রাতভর পুলিশ টহলদারি চালায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.