মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

author img

By

Published : Jun 7, 2021, 7:51 PM IST

Lawyer Rajesh Chhetri filed pil in the Calcutta High Court over the Mausuni river dam
মৌসুনী দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে ()

মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে জনস্বার্থ মামলা করা হল কলকাতা হাইকোর্টে ৷ আইনজীবী রাজেশ ক্ষেত্রী এই মামলা দায়ের করেছেন ৷

কলকাতা, 7 জুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের নদীবাঁধ তৈরির দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল ৷ ঘূর্ণিঝড় যশ ও কোটালের জেরে প্লাবিত দ্বীপ পরিদর্শন করে এই মামলা দায়ের করেছেন আইনজীবী রাজেশ ক্ষেত্রী ৷

সুন্দরবনে প্রায় 9টি দ্বীপে মানুষের বসবাস ৷ সেই দ্বীপগুলির চারিদিকে মাটির বাঁধ দিয়ে নদীর জলকে আটকানো হয় ৷ কিন্তু বিগত দিনে সুন্দরবনে একাধিকবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা ৷

নদী বাঁধগুলি মাটির তৈরি হওয়ায় সেই বাঁধ ভেঙে বারবার ভাঙনের মুখে পড়ছে ওই এলাকা ৷ সুন্দরবনের মানুষ বারবার কংক্রিটের বাঁধ তৈরির দাবি করে এসেছেন ৷ যশের পরে মৌসুনি দ্বীপে যান আইনজীবী রাজেশ ক্ষেত্রী ৷ সেখানকার মানুষের দুর্দশার অবস্থা দেখে তিনি কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা করেছেন ।

আরও পড়ুন :কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

জনস্বার্থ মামলা হাইকোর্টে

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে আজ জনস্বার্থ মামলাটি দাখিল করা হয় । সুন্দরবন-সহ মৌসুনি দ্বীপের বাসিন্দাদের স্থায়ী কংক্রিট বাঁধের দাবিতে এই জনস্বার্থ মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে । মৌসুনি দ্বীপের বাসিন্দারা বারবার প্রশাসনকে স্থায়ী নদী বাঁধ তৈরি করার কথা বললেও সেই দাবিতে প্রশাসন আমল দেয়নি বলে অভিযোগ ৷ অবশেষে মৌসুনি দ্বীপের স্থায়ী নদী বাঁধের দাবিতে এ বার আদালতের দ্বারস্থ হলেন এই আইনজীবী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.