ETV Bharat / state

Lakshmi Puja 2022: বাহুবলীর মাহিস্মতি মণ্ডপে ঝিনুকের লক্ষ্মীপ্রতিমা, নজর কাড়ছে মথুরাপুরে ধনদেবীর আরাধনা

author img

By

Published : Oct 9, 2022, 7:11 PM IST

Lakshmi Puja in Mathurapur
বাহুবলীর মাহিস্মতি মণ্ডপে ঝিনুকের লক্ষ্মীপ্রতিমা

আজ কোজাগরী লক্ষ্মীপুজো ৷ দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে শারোদৎসবের মতোই ধনদেবীর পুজো হয় ৷ এখানে মথুরাপুরে বাহুবলীর মাহিস্মতি মণ্ডপে রয়েছে দর্শনার্থীদের জন্য বিশেষ চমক (Bahubali Lakshmi Puja) ৷

মথুরাপুর, 9 অক্টোবর: বাহুবলীর মাহিস্মতি মণ্ডপে ঝিনুকের লক্ষ্মী প্রতিমা ৷ সঙ্গে 16 প্রকার বাদাম দিয়ে শিব পুজো ৷ এবার মথুরাপুরের সদিয়ালে শারদোৎসব শেষ হতেই শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী আরাধনার প্রস্তুতি । ফি-বছরের মতো এবারও চমক নিয়ে হাজির মথুরাপুরের সদিয়ালের গ্রামবাসীরা । 16 বছরে পা দিয়েছে এই পুজো । বাহুবলীর মাহিস্মতির পুজো মণ্ডপে সামুদ্রিক ঝিনুকের লক্ষ্মী প্রতিমা । পাশাপাশি, তুলে ধরা হবে নারায়ণের শিবপুজোর চিত্র (Lakshmi Puja in Mathurapur South 24 Parganas) ।

'কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সদিয়াল জনকল্যাণ সমিতি' ও 'আমরা সবাই ভাই ভাই সংঘে'র পরিচালনায় এই পুজোর আয়োজন । গত বছরে দু'হাজার স্টিলের চামচ ও 6 হাজার পেরেক দিয়ে প্রতিমা নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিল এই পুজো কমিটি । লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে 5 দিন ধরে উৎসবে মেতে ওঠে গোটা গ্রাম । পুজোর অন্যতম কর্তা সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার । তাঁর দাবি, গোটা সুন্দরবন এলাকার মধ্যে সবচেয়ে বড় পুজো এটি । হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষরা সমবেত আয়োজন করে এই পুজোর । তিনি বলেন, "আমাদের থিম নারায়ণের শিব পুজো । 16 ধরনের বাদাম দিয়ে পুজো তুলে ধরা হবে ।"

আরও পড়ুন: ধনদেবীর আরাধনায় 'লক্ষ্মীছাড়া' বাজার, দামের আগুনে হাত পুড়ছে আম-আদমির

সত্য যুগে রাম ছিল নারায়ণ । রাম যখন লঙ্কায় সীতাকে উদ্ধার করতে যাচ্ছিলেন, তখন সমুদ্রের চরে শিবের পুজো করেন । সেই ভাবনাতেই এমন পরিকল্পনা । এছাড়া বাহুবলীতে মাহিস্মতির মতো পুজো মণ্ডপ নির্মাণ হচ্ছে । বাপিবাবু বলেন, "রবিবার রাজ্যের যুব সভানেত্রী এর উদ্বোধন করবেন । 5 দিন ধরে মণ্ডপ লাগোয়া এলাকায় যাত্রা, নতুন শিশু শিল্পীদের কত্থক, ভারতনাট্যমের নৃত্য, বিচিত্রা অনুষ্ঠান সবই হবে । এসব দেখতে ভিড় জমে যায় এলাকায় । বিসর্জনের আগের দিন 2 হাজার দুঃস্থ মানুষকে বস্ত্র দেওয়া হবে । এছাড়া 5 দিন নরনারায়ণ সেবা চলবে । গ্রামের লোকজন প্রতি মাসে এই পুজোর জন্য অর্থ জমিয়ে রাখেন ।" সেই চাঁদার উপরে নির্ভর করে পুজোর প্রস্তুতি । কমিটির সদস্যরা বলেন, "এই পুজো দেখতে মন্দিরবাজার, জয়নগর, রায়দিঘি, কুলতলি, লক্ষ্মীকান্তপুর-সহ দূরদূরান্তের মানুষজনের সমাগম হয় । মণ্ডপ সজ্জার পাশাপাশি আলোকসজ্জাতেও অভিনবত্বের ছোঁয়া ।"

আরও পড়ুন: 'সরকারি টাকায় মোচ্ছব', দুর্গাপুজো কার্নিভাল নিয়ে মমতাকে বিঁধলেন সুকান্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.