ETV Bharat / state

আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাশিপুর থানার পুলিশ

author img

By

Published : Feb 25, 2021, 11:25 AM IST

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি ৷ ধৃতের নাম অসীম ঘোষ। ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাটের পশ্চিম ঘোষপাড়া এলাকা থেকে তাকে ধরা হয়।

Kashipur police
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি

কাশিপুর, 25 ফেব্রুয়ারি : আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাটের পশ্চিম ঘোষপাড়া এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অসীম ঘোষ। তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তার বাড়ি ওই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা অসীম ঘোষ পেশায় অটোচালক। তিনি এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা দিয়ে ওই আগ্নেয়াস্ত্র কেনেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গুলি ও পাইপগান সহ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত ওই ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র কিনে ছিল তা তাকে জেরা করে খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

আরও পড়ুন : দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী

ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি অস্ত্র কারবারি বেড়েছে ৷ এজন্য প্রশাসন চিন্তায় ৷ বাইরের রাজ্য বা প্রতিবেশী দেশ থেকে এই অস্ত্র পাচার চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.