ETV Bharat / state

Illegal Construction over River: প্রশাসনকে বুড়ো আঙুল! ম্যানগ্রোভ কেটে নদীর চরে বেআইনি নির্মাণ

author img

By

Published : Jun 10, 2023, 8:48 PM IST

ETV Bharat
কুলতলি বেআইনি নির্মাণ

নদীর পাড়ে বা চড়ে দিব্য দাঁড়িয়ে আছে একটি বাড়ি ৷ প্রশাসন সব জানলেও এই ধরনের নির্মাণ বন্ধ হয়নি ৷ বিজেপি নেতার দাবি, নদী নয়, খালের উপর নির্মাণ হয়েছে ৷ প্রশাসনের আশ্বাস, এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷ তবে ভাঙা হয়নি বেআইনি বাড়ি ৷

ম্যানগ্রোভ কেটে নদীর চরে বেআইনি নির্মাণ

কুলতলি, 10 জুন: নদীর ধারে বা বলা ভালো নদীর উপরেই বাড়ি ৷ হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি বিধানসভার পিয়ালি নদী ও পেটকুলচাঁদ নদীর পাড়ে ৷ এই সব জায়গায় ম্যানগ্রোভ গাছ কেটে বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রশাসনের নজরদারি এড়িয়ে একের পর এক বেআইনি নির্মাণ হয়ে চলেছে ৷

এ বিষয়ে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল জানান, পরিবেশ ধ্বংস করে কোথাও বাড়ি বা অন্য কোন কাজ করতে দেওয়া হবে না ৷ বনদফতর ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ কোথাও কোনও রাজনৈতিক দল বা সাধারণ মানুষ ম্যানগ্রোভ গাছ কেটে অথবা নদীতে বেআইনি নির্মাণ করলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

এই বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন সোনালি নার্সিংহোমের কর্ণধার ইমরান খান ৷ তিনি নদীর পাড়ে বাড়ি তৈরি করছিলেন ৷ তবে স্থানীয় প্রশাসন এসে তা বন্ধ করে দেয় ৷ এপ্রসঙ্গে ইমরান খানের দাবি, এলাকায় অনেকেই নদীর পাড় দখল করে বেআইনি ভাবে বাড়ি তৈরি করেছেন ৷ তাদের দেখেই তিনিও বাড়ি তৈরি করছিলেন ৷

আরও পড়ুন: 'মানবিকতার স্বার্থে' উপেক্ষিত আদালতের নির্দেশ ! 'বেআইনি নির্মাণে' অভিযুক্ত কাউন্সিলর

এই নির্মাণকে বেআইনি বলতে রাজি নন স্থানীয় বিজেপি নেতা তারাপদ কয়াল ৷ স্থানীয়দের অভিযোগ, তাঁর মদতেই এসব কাজ হচ্ছে ৷ বিজেপি নেতা জানান, যেখানে ম্যানগ্রোভ ছিল না, সেখানে বাড়ি তৈরি হচ্ছে ৷ আর যেখানে ম্যানগ্রোভ রয়েছে সেখানেও আগামিদিনে বাড়ি হবে ৷ এটা নদী নয়, খাল ৷ তাই এখানে কোনও নির্মাণ বেআইনি নয় ৷ তাঁর দাবি, এই জায়গাটি তাঁর বাপ-ঠাকুরদার আমলে কেনা ৷ তাঁর কাছে জমির পাট্টাও আছে ৷ প্রয়োজনীয় নথিও আছে ৷

প্রশাসনের তরফে নিষেধ করলেও নদী চুরি বন্ধ করা যাচ্ছে না কুলতলিতে ৷ কুলতলির মেরিগঞ্জ 2 নম্বর গ্রামের পিয়ালি নদী পাড়ে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ জারি রয়েছে ৷ এছাড়াও গুড়গুড়িয়া ভুবনেশ্বরী, গ্রামের পেটকুল বাজার এলাকায় পেটকুল চাঁদ নদী পাড়ে ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে বাড়ি ৷ এলাকার মানুষের অভিযোগ বেআইনিভাবে নদীবক্ষ থেকে মাটি কেটে, ম্যানগ্রোভ কেটে বাড়ি তৈরি হচ্ছে ৷ প্রশাসনের কথায় কেউ কান দিচ্ছে না ৷ কুলতলির স্থানীয় বাম নেতা উদয় মণ্ডলের অভিযোগ, তৃণমূল সব পারে ৷ প্রশাসনের নাকের ডগায় কীভাবে নদী চুরি হচ্ছে ? স্থানীয় প্রশাসন দেখেও দেখছে না ৷ তাঁর অভিযোগ এর তৃণমূল ও বিজেপির মধ্যে টাকার খেলা চলছে ৷

আরও পড়ুন: রবীন্দ্রভারতীতে রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.