ETV Bharat / state

Dolphin Body Recovered: মুড়িগঙ্গায় মিলল বিশালাকৃতির মৃত ডলফিনের দেহ

author img

By

Published : Mar 24, 2023, 7:24 AM IST

Updated : Mar 24, 2023, 11:40 AM IST

Etv Bharat
Etv Bharat

মাছ ভেবে সামনে যেতেই চমকে গেলেন উপস্থিত সকলে (South 24 Pargana News)৷ তাঁরা দেখলেন, নদীতে ভাসছে বিশালাকৃতির ডলফিন ৷ তবে সেটি মৃত ৷

বিশালাকৃতির মৃত ডলফিনের দেহ

কচুবেড়িয়া, 24 মার্চ: মুড়িগঙ্গা নদীতে ভাসছে বিশাল আকৃতির ডলফিন । সামনে গিয়েই অবাক মৎস্যজীবীরা । দক্ষিণ 24 পরগনা কচুবেড়িয়া এলাকায় মুড়িগঙ্গাতে মৃত ডলফিনটিকে ভাসতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা (Dolphin Dead Body Recover from Muriganga River) ৷ তাঁরাই নদী থেকে ডলফিনটিকে ডাঙায় তোলেন । পরে ডলফিনটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় । খবর দেওয়া হয় পুলিশেও ।

দক্ষিণ 24 পরগনা কচুবেড়িয়া ঘাট থেকে ভেসেল নিয়ে মাছ ধরার জন্য বেড়িয়ে ছিলেন মৎসজীবীরা ৷ ভেসেল নিয়ে যাওয়ার সময় হঠাৎই একটি ডলফিনকে ভাসতে দেখন তাঁরা ৷ বড় আকারের মাছ ভেবে এগিয়ে যান। কাছে যেতেই বুঝতে পারেন সেটি একটি মৃত ডলফিন ৷ এরপরে ভেসেলে থাকা মৎস্যজীবীরা সেটিকে তুলে কচুবেড়িয়া ঘাটে নিয়ে আসেন । খবর দেওয়া হয় কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানা ও বন দফতরকে । বন দফতরের কর্মীরা এসে মৃত ডলফিনটিকে উদ্ধার করে নিয়ে যায় । এদিকে মুড়িগঙ্গায় ডলফিন দেখা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় করেন ডলফিনটি দেখতে ৷

আরও পড়ুন : ঝাঁকে-ঝাঁকে ডলফিন ভিড় করছে মহারাষ্ট্রের ভাট্যে সৈকতে, দেখুন ভিডিয়োয়

স্থানীয় বাসিন্দারা জানান, নদীতে প্রায়শই ডলফিন দেখতে পাওয়া যায় । এই মৃত ডলফিনগুড়ি কোথা থেকে আসে তা জানা যায় না ৷ বন দফতর সূত্রে খবর, ডলফিনের গায়ে ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গিয়েছে । তবে কী কারণে ডলফিনটি মারা গেল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বন দফতরের আধিকারিকরা । মাঝ নদীতে কোনও আঘাতের জেরে ডলফিনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে । এরপর ভাসতে ভাসতে সেটি ডাঙ্গার দিকে এসেছে । ডলফিনটি লম্বায় 5 ফুট বলে জানা গিয়েছে । গায়ে পচন ধরেছে বলেও জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা । ডলফিনের মৃত্যু নিয়ে শঙ্কায় রয়েছেন পরিবেশ কর্মীরা । এর আগেও দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারের লক্ষ্মীপুরের আবাদ গ্রামের কাছে সমুদ্রতটে দৈত্যাকৃতি ডলফিনের নিথর দেহ উদ্ধার হয়েছিল ৷ ওই ডলফিনটি দৈর্ঘ্যে প্রায় 17 ফুট এবং প্রস্থে সাড়ে 9 ফুট ছিল । ওজন ছিল প্রায় দেড় টন । উল্লেখ্য, গত বছরও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হুগলি নদীর কেল্লার মোড়ে। পরে মাছটিকে উদ্ধার করে নিয়ে যায় মৎস্য দফতর। ডলফিনটি কীভাবে মারা যায় সে ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে ।

Last Updated :Mar 24, 2023, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.