ETV Bharat / state

সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

author img

By

Published : Mar 16, 2020, 2:22 PM IST

সুন্দরবনের বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর ৷ নাম বাসুদেব সরকার ৷ গত শনিবার দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে বাসুদেব জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিল সুন্দরবনের ঝিলা জঙ্গলে ।

Fishermen killed by tiger in sunderban
সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎসজীবীর

সুন্দরবন, 16 মার্চ : সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবী ৷ কুমিরমারি এলাকার ঘটনা ৷ নাম বাসুদেব সরকার (52) ৷ গত শনিবার দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে সুন্দরবনের ঝিলা জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গেছিল বাসুদেব ।

পুলিশ সূত্রে খবর, সন্ধের দিকে জঙ্গলের পাশে কাঁকড়া ধরার সময় হঠাৎই বাসুদেবকে বাঘে তুলে নিয়ে যায়। বাঘ বাসুদেবকে যখন জঙ্গলে নিয়ে যাচ্ছে, তখন তার দুই সঙ্গীও পিছনে ধাওয়া করে । জঙ্গলের মধ্যে ঢুকে বাঘের সঙ্গে লড়াই করে বাসুদেবকে উদ্ধার করে তারা। বাসুদেবকে নৌকায় নিয়ে আসে । ততক্ষণে অসাড় হয়ে পড়েছে বাসুদেব ।

এরপর বাসুদেবের মৃতদেহ ফিরিয়ে আনে তার দুই সঙ্গী । স্থানীয় চিকিৎসকরা বাসুদেবকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ জানিয়েছে , তাদের কাছে জঙ্গলে যাওয়ার কোনও বৈধ নথিপত্র না থাকায় প্রশাসনের কাছে গোটা বিষয়টি গোপন করছে পরিবারের সদস্যরা ।

বাজারে কাঁকড়ার দাম বেশি ৷ তাই চোখে ধুলো দিয়ে তারা কাঁকড়া ধরতে গেছিল বলে প্রশাসনের দাবি। সেই লোভেই মৃত্যু হয়েছে বাসুদেবের ।

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.