ETV Bharat / state

Fire at Santoshpur Station: সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, বন্ধ ট্রেন চলাচল

author img

By

Published : Apr 6, 2023, 7:43 PM IST

Updated : Apr 6, 2023, 7:58 PM IST

ETV Bharat
সন্তোষপুর রেল স্টেশনে আগুন

বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ আগুন লাগে সন্তোষপুর রেল স্টেশনে ৷ স্টেশন সংলগ্ন একটি ঝুপড়ি থেকে ওই আগুন ছড়ায় বলে জানা গিয়েছে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

সন্তোষপুর রেল স্টেশনে আগুন

সন্তোষপুর, 6 এপ্রিল: দক্ষিণ 24 পরগনার সন্তোষপুর রেল স্টেশনে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা আগুন লাগে ওই স্টেশন সংলগ্ন এক ঝুপড়িতে ৷ মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে স্টেশনের একাংশে ৷ আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্টেশনের মধ্যে থাকা 15টি দোকান ৷ এই অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় বজবজ ও শিয়ালদার মাঝে ট্রেন চলাচল ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের 5টি ইঞ্জিন ৷ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে খবর ৷ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা । অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় আপ ও ডাউন লাইনে বন্ধ রেল চলাচল । যার জেরে ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন,"যত দ্রুত সম্ভব আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে । যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ।" জানা গিয়েছে, স্টেশনের 2 নং প্ল্যাটফর্মের পাশে একটি ঝুপড়িতে আগুন লাগে । আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি ।

আরও পড়ুন : শিলিগুড়িতে রাসায়নিক কারখানায় আগুন, ঘণ্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনল দমকল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন ছড়ানোর আগে বেশ কয়েকবার বিকট শব্দ শোনা গিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি 15টি নয় আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে 30-40টি দোকান ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ আগুন লাগার পরেই এদিন ছোটাছুটি শুরু হয়ে যায় সন্তোষপুর রেল স্টেশনে ৷ আতঙ্ক ছড়ায় ট্রেন ধরার জন্য অপেক্ষমান যাত্রীদের মধ্যে ৷ দক্ষিণ শহরতলীর গুরুত্বপূর্ণ ওই স্টেশনে ওই সময় ট্রেন ধরার জন্য অনেক যাত্রী উপস্থিত ছিলেন ৷ আগুল লাগার পরেই এদিন নিজেদের দোকান বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় হকার ও দোকানদার মধ্যে ৷ প্লাটফর্ম থেকে দ্রুত জিনিস সরিয়ে এনে রেললাইনের উপর রাখতে দেখা যায় তাঁদের ৷ আতঙ্কে অনেকেই রেললাইনের উপরেও নেমে যান ৷

Last Updated :Apr 6, 2023, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.