ETV Bharat / state

Child Sexual Assault Case: মেয়েকে শারীরিক নির্যাতনের দায়ে যাবজ্জীবন বাবার

author img

By

Published : Mar 4, 2023, 2:20 PM IST

নিজের শিশুকন্যাকে শারীরিক নির্যাতন বাবার ৷ অপরাধীকে যাবজ্জীবন সাজা দিল কাকদ্বীপ আদালত ( Father gets life imprisonment for sexually assaulting daughter) ৷

Child Sexual Assault
শারীরিক নির্যাতন

কাকদ্বীপ, 4 মার্চ: নিজের শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অপরাধে দোষী বাবাকে যাবজ্জীবন সাজা দিল (Father gets life for Sexual Assault his daughter) কাকদ্বীপ আদালত । ঘটনায় শুক্রবার অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিলেন কাকদ্বীপ পকসো আদালতের (Kakdwip Civil and Criminal Court) বিচারক শর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় ।

প্রসঙ্গত, 2017 সালের জানুয়ারি মাসে নামখানা থানায় নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । এই ঘটনার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর অজয় চন্দ্র তদন্তে নেমে গ্রেফতার করেন শিশুকন্যার বাবাকে । তারপর থেকেই বিচারপ্রক্রিয়া চলছিল । দীর্ঘদিন ধরে 18 জন স্বাক্ষীর বয়ান রেকর্ড করা হয় । ঘটনার দিন নির্যাতিতার মা শিশুকে তাঁর বাবার কাছে রেখে স্নান করতে গিয়েছিলেন । সেই সময়ে এই জঘন্যতম অপরাধ করেন ওই ব্যক্তি ।

প্রায় পাঁচ বছর পরে এই ঘটনার বিচারাধীন থাকার পর এ দিন রায় ঘোষণা করে আদালত । অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও 45 হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে ৷ অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । এই রকম জঘন্যতম অপরাধের ঘটনায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করায় খুশি আইনজীবী থেকে পুলিশমহল ।

আইনজীবী অমিতাভ রায় জানান, 2017 সালে নিজের এক বছর আট মাসের শিশুর উপর মায়ের অবর্তমানে বাবা শারীরিক নির্যাতন চালায় । এরপর নামখানা থানায় অভিযোগ দায়ের করে শিশুকন্যার মা । শিশুকন্যার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবা জয়দেব বেরাকে গ্রেফতার করে নামখানা থানার পুলিশ । এরপর অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলার রুজু করে কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করে নামখানা থানার পুলিশ ।

আইনজীবী বলেন, "5 বছর ধরে কাকদ্বীপ আদালতে বিচার চলে অভিযুক্তের । এই সময়কালে 18 জন স্বাক্ষীর বয়ান রেকর্ড করা হয় । এই ঘটনায় এ দিন রায় ঘোষণা করল আদালত ।" শিশুকন্যার পরিবারের সদস্যরা বলেন, " অপরাধী যে ঘৃণ্য কাজ করেছে সেই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে । আদালতের নির্দেশে আমরা খুশি ।"

আরও পড়ুন: হাথরস গণধর্ষণ ও খুনে দোষীর যাবজ্জীবন সাজা, খালাস বাকি 3 অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.