ETV Bharat / state

Diamond Harbour ASI Death : 'বলেছিল এবছর জামাই ষষ্ঠীতে আসবে,' এএসআই-য়ের মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে পরিবার

author img

By

Published : May 31, 2022, 4:26 PM IST

ডায়মন্ড হারবার থানায় কর্মরত এএসআই সমীর দাসের অস্বাভাবিক মৃত্যুর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করছেন তাঁর পরিবার (Family Grieve death of police officer)। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে লোকজন রওনা দিয়েছেন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে ।

Diamond Harbour ASI Death news
পুলিশ আধিকারিকের মৃত্যুতে শোকাহত পরিবার

ডায়মন্ড হারবার, 31 মে : জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরা হল না পুলিশ আধিকারিক সমীর দাসের ৷ ডায়মন্ড হারবার থানায় কর্মরত এএসআই-য়ের আকস্মিক মৃত্যুতে স্বভাবতই শোকস্তব্ধ পরিববারের লোকজন ৷ এদিকে নিহত এএসআই-য়ের স্ত্রী শুক্লা দেবীর আশঙ্কা, তাঁর স্বামী দুর্ঘটনায় নয়, বরং এই মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে (Family suspect conspiracy behind the death of ASI in Diamond Harbour) ৷

ডায়মন্ড হারবার থানায় কর্মরত এএসআই সমীর দাসের মৃতদেহ সম্প্রতি উদ্ধার হয় উত্তর 24 পরগনার একটি পেট্রল পাম্প থেকে । শুরু থেকেই এই মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছে তাঁর পরিবার । মৃত সমীর দাসের আদি বাড়ি হাওড়া শিবপুরের গণেশ চ্যাটার্জী লেনে । স্ত্রী শুক্লা দেবী জানান, মঙ্গলবার সকালে দুর্ঘটনার খবর আসে তাদের কাছে । তবে তাঁর সন্দেহ এই দুর্ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে । কেননা তাঁর স্বামীর ঘাড়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা কোনওভাবেই অ্যাক্সিডেন্ট হতে পারে না ৷ একইসঙ্গে যে পেট্রল পাম্পে ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি না থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি । ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে লোকজন রওনা দিয়েছেন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে ।

আরও পড়ুন : ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকের রক্তাক্ত দেহ উদ্ধার

চলতি সপ্তাহে জামাই ষষ্ঠী উপলক্ষে বাড়ি ফেরার কথা ছিল নিহত পুলিশ আধিকারিকের । তবে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু সংবাদ বাড়িতে আসায় শোকাহত গোটা পরিবার । নিহত সমীর দাসের স্ত্রী শুক্লা দাস জানান, দিন চার-পাঁচেক আগেই বাড়িতে এসেছিলেন । কাজের চাপে ছুটি পান না, তাই এবারে জামাই ষষ্ঠীতে বাড়িতে আসবেন বলে গিয়েছিলেন । মেয়ের শ্বশুরবাড়ি মুর্শিদাবাদে । এবারে মেয়ে-জামাইকে নিয়ে ষষ্ঠী পালনের পরিকল্পনা করেছিলেন । আজ সকালে শিবপুর থানা থেকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয় ।

পুলিশ আধিকারিকের মৃত্যুতে শোকাহত পরিবার

শুক্লাদেবীর মোবাইলে চার্জ ছিল না বলে ডায়মন্ড হারবার থানা থেকে প্রাথমিকভাবে তাঁকে ফোনে পাওয়া যায়নি ৷ পরবর্তীতে স্বামীর এক সহকর্মীকে কল করে বিশদে ঘটনার বিবরণ শোনেন তিনি । শুক্লাদেবীর আশঙ্কা, কর্মস্থল থেকে এত দূরে পেট্রল পাম্পে মৃত্যু, এর পিছনে গভীর কোনও রহস্য রয়েছে । পাশাপাশি পেট্রল পাম্পের সিসিটিভি ক্যামেরা অচল, এগুলো নিশ্চিত পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটানো হয়েছে বলেই তিনি দাবি করেন । তিনি জানান, থানার আধিকারিকরা এর তদন্ত অবশ্যই করবে । তাতে প্রকৃত ঘটনা সামনে আসবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.