ETV Bharat / state

ED Raids over Teacher Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু ও জ্ঞানানন্দের বাড়িতে ইডি

author img

By

Published : May 20, 2023, 5:35 PM IST

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের বাড়িতে তল্লাশি চলছে ৷ পাশাপাশি সাতগাছিয়ায় দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তের বাড়িতেও হানা দিয়েছে ইডি ৷

ETV Bharat
ইডির অভিযান

সাতগাছিয়া, 20 মে: কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে ভোরভোর পৌঁছে গিয়েছে ইডি ৷ পাশাপাশি তাঁর অন্য ফার্ম এবং কনসালটেন্সিগুলিতেও হানা দিয়েছে ইডির দল ৷ এর সঙ্গে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ায় জ্ঞানানন্দ সামন্তের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি ৷ উল্লেখ্য, তিনি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে রামচন্দ্র নগর জেলা পরিষদের সদস্য ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর আগেও সুজয় ভদ্রের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই ৷ তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি, দু'টি মোবাইল ফোন এবং একটি অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছিল ৷ সেবার কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয় ভদ্র জানিয়েছিলেন, এই অ্যাডমিট কার্ড তাঁর শ্যালিকার ছেলের ৷ তিনি সুজয় ভদ্রের বাড়িতেই থাকেন ৷ তাই সেখান থেকে এই অ্যাডমিট কার্ড মিলেছে ৷

সূত্রের খবর, আগের দিনের সূত্র ধরে শনিবার ভোরে কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের বাড়ি যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁর একটি বাড়িতে সুইমিং পুল আছে ৷ সেখানে সাঁতার শেখানো হয় ৷ সেই বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে ৷

এদিকে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামচন্দ্র নগর জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তের বাড়িতে হানা দিয়েছে ইডি ৷ প্রসঙ্গত, আদালতের নির্দেশে এই বিধানসভা কেন্দ্র থেকে চারজন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন জ্ঞানানন্দের দুই ভাইপো- পলাশ সামন্ত ও অতনু সামন্ত ৷ এই জন্যই হয়তো তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে বলে মনে করা হচ্ছে ৷

প্রসঙ্গত, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে এই সাতগাছিয়া কেন্দ্রে তৃণমূল বিধায়ক ছিলেন সোনালি গুহ ৷ তবে একুশের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস ৷ পরে তিনি দাবি করেন যে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ মে মাসের প্রথম দিকে বকেয়া মহার্ঘ্যভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই দলে ছিলেন সোনালিও ৷

আরও পড়ুন: মমতা ও অভিষেক খাবে আর আমরা খেতে পাব না ! শুভেন্দুর পাশে দাঁড়িয়ে প্রশ্ন সোনালির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.