ETV Bharat / state

Astha App: পুজোয় জেলার মানুষের নিরাপত্তার জন্য 'আস্থা' অ্যাপ, উদ্বোধনে অভিষেক

author img

By

Published : Oct 10, 2021, 8:18 AM IST

দুর্গাপুজোর সময় জেলার সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি অ্যাপ চালু করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ ৷ চতুর্থীর দিন বিষ্ণুপুরে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাপের নাম দেওয়া হয়েছে "আস্থা।"

Astha App
পুজোয় সাধারণের নিরাপত্তার কথা ভেবে অ্যাপের উদ্বোধন জেলা পুলিশের

ডায়মন্ড হারবার, 10 অক্টোবর:পুজোর দিনগুলিতে জেলার সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে চতুর্থীর দিন নতুন একটি অ্যাপ চালু করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। চতুর্থীর দিন বিষ্ণুপুরে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । জেলা পুলিশের তরফে অ্যাপের নাম দেওয়া হয়েছে 'আস্থা'। গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে এই অ্যাপটি। যে কোনও বিপদে পড়লে অ্যাপের মাধ্যমে বিপদ সংকেত পাঠালেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবে জেলা পুলিশের কুইক রেসপন্স টিম । শনিবার অ্যাপ উদ্বোধনের পর শারদীয়ার শুভেচ্ছা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অ্যাপটির উদ্বোধনের পাশাপাশি জেলার মানুষজনকে নিজেদের নিরাপত্তার বিষয়ে সচেতন করেন তিনি ৷ অভিষেক বলেন, "ডায়মন্ড হারবারে আস্থা, সমাজ বিরোধীরা শায়েস্তা ।" ডায়মন্ডহারবার জেলা পুলিশের সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "ডায়মন্ড হারবার ছাড়াও অন্য জেলাতেও যে কোনও মানুষ বিপদে পড়লে অ্যাপের সাহায্যে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে নাগরিকরা । এক্ষেত্রে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে সংশ্লিষ্ট জেলায় ।" অ্যাপ উদ্বোধনের পাশাপাশি পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে জেলা পুলিশ । সাংসদ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল সহ জেলার অন্যান্য পুলিশ কর্তা ও বিধায়ক-সাংসদ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ।

আরও পড়ুন: ভাঙড় থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার 4

কলকাতা-সহ রাজ্যের অন্যান্য শহরের বাসিন্দাদের নিরাপত্তার জন্য এই ধরনের বিভিন্ন অ্যাপ রয়েছে ৷ এবার জেলাবাসীদের জন্য অ্যাপ আসায় কোনও সমস্যায় পড়লে তৎক্ষণাৎ পুলিশ জানতে পারবে বলে মনে করছেন পুলিশ কর্তারা ৷ পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ নাগরিকরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.