ETV Bharat / state

Bus Strike: অবৈধ যানবাহনের জেরে কমছে যাত্রীর সংখ্যা, বাড়ছে পুলিশি জুলুম; তিনদিনের বাস ধর্মঘটে জেরবার নিত্যযাত্রীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 1:58 PM IST

ডায়মন্ড হারবারে তিনদিনের ধর্মঘটে নামল বাস মালিক সংগঠন ৷ তাঁদের দাবি, অবৈধ যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় বাসের যাত্রীসংখ্যা তলানিতে এসে ঠেকেছে ৷ এছাড়াও একাধিক অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা ৷ তাই বাধ্য হয়ে ধর্মঘটে সামিল বাস মালিকরা ৷

Etv Bharat
ডায়মন্ড হারবারে বাস ধর্মঘট

বাস ধর্মঘট নিয়ে যাত্রী ও বাস মালিক সংগঠনের প্রতিক্রিয়া

ডায়মন্ড হারবার, 4 সেপ্টেম্বর: দিনের পর দিন রাস্তায় বেড়ে চলেছে অবৈধ যানবাহনের সংখ্যা ৷ আর তার জেরে যাত্রী কমছে বিভিন্ন বেসরকারি বাসে । ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বেসরকারি বাসের মালিকদের। এছাড়াও রয়েছে পুলিশি জুলুমের অভিযোগ। বারবার আরটিও-কে জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি । এমনই কয়েকটি দাবিকে সামনে রেখে সোমবার থেকে তিনদিনের বাস ধর্মঘটে নেমেছে দক্ষিণ 24 পরগনার বেসরকারি বাস মালিক সংগঠনগুলি ।

দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবনের মোট 10টি রুটের বাস সোমবার থেকে বন্ধ রেখেছেন বাস মালিকরা । আর সপ্তাহের শুরুতেই বাস ধর্মঘটের প্রথম দিনে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। বেসরকারি বাস রাস্তায় না থাকায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। হাতেগোনা কয়েকটি সরকারি বাস চলছে। তাতে বাদুড়ঝোলা ভিড় । এই বিষয়ে এক নিত্যযাত্রী বলেন, "দশটা থেকে অফিস ৷ আর সকাল থেকেই রাস্তায় দেখা মিলছে না বেসরকারি বাসের । কীভাবে অফিসে পৌঁছব তা বুঝে উঠতে পারছি না । অফিসে ঠিক টাইমে না পৌঁছালে মাইনেও কাটা যাবে । এই ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছি আমরা ।"

এ বিষয়ে দক্ষিণ 24 পরগনা এসডি 18 রুটের বাস ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সফিকুল আলম বলেন, "বাস বন্ধ থাকার কারণে নিত্যযাত্রীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী । কিন্তু বাস বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনও রাস্তা খোলা নেই । বারবার প্রশাসনকে জানিয়েও কোনওরকম লাভ হয়নি । আরটিও কোনও পদক্ষেপ করছে না। রুটে বাস চললেই পুলিশি হয়রানির সম্মুখীন হতে হয় বাসের চালক থেকে শুরু করে অন্য কর্মীদের।"

তিনি আরও জানান, কলকাতা ও রাজ্য পুলিশের পক্ষ থেকে এই বেসরকারি বাসগুলিকে বিভিন্ন রকম কেস দিয়ে টাকা চাওয়া হচ্ছে । এছাড়াও দিনের পর দিন রাস্তায় বেড়ে চলেছে অবৈধ যানবাহন। তার জেরে বিভিন্ন বেসরকারি বাসে কমছে যাত্রীর সংখ্যা। এর ফলে ক্ষতির মুখে পড়ছে বাস মালিকরা । এই আন্দোলনের পরও প্রশাসন যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে ।

আরও পড়ুন : কর্মী নিয়োগে কোনও দুর্নীতি হয়নি, দাবি ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.