ETV Bharat / state

Covid Vaccination : দেবাঞ্জনের শিকার 735 জনকে আসল টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু

author img

By

Published : Jul 16, 2021, 4:44 PM IST

দেবাঞ্জন দেবের শিকার 735 জনকে আসল টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু ৷ শুক্রবার থেকে সোনারপুর গ্রামীণ হাসপাতাল এবং এমআর বাঙুর হাসপাতালে এঁদের টিকা দেওয়ার কাজ শুরু করা হল ৷ টিকাকরণ চলবে আগামী 21 জুলাই পর্যন্ত ৷

Covid Vaccination camp for 735 victims of Debanjan Deb's fake vaccination
Covid Vaccination : দেবাঞ্জনের শিকার 735 জনকে আসল টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু

সোনারপুর, 16 জুলাই : দেবাঞ্জন দেবের (Debanjan Deb) ভুয়ো টিকাকরণ কেন্দ্রে করোনার টিকা নিয়ে ঠকেছেন, এমন 735 জনকে নতুন করে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হল শুক্রবার থেকে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, 16 জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 21 জুলাই পর্যন্ত ৷ সোনারপুর গ্রামীণ হাসপাতাল এবং এমআর বাঙুর হাসপাতাল থেকে টিকা নিতে পারবেন ভুক্তভোগীরা ৷

আরও পড়ুন : দেবাঞ্জন মামলায় কলকাতা পৌরনিগমকে 6 দফা প্রশ্ন করে চিঠি পুলিশের

মিথ্যা পরিচয় আশ্রয় করে একের পর ভুয়ো টিকাকরণ কেন্দ্র চালিয়েছিলেন দেবাঞ্জন দেব ৷ সেইসব জায়গায় টিকা নিয়ে ঠকেছেন অসংখ্য মানুষ ৷ যাঁদের মধ্যে সোনারপুরের বাসিন্দারাও রয়েছেন ৷ এমনই 735 জনকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর ৷ ভুয়ো টিকা নিয়ে তাঁদের শারীরিক কোনও ক্ষতি হয়েছে কিনা, আগেই তা পরীক্ষা করে দেখা হয়েছে ৷ এর জন্য 15 দিন আগে সরকারের তরফে একটি শিবির করে সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এরপর স্থির হয়, ভুক্তবোগীদের সকলকেই করোনার টিকা দেওয়া হবে ৷ সেই প্রক্রিয়াই শুরু হয় শুক্রবার থেকে ৷

পাঁচদিন ধরে চলবে টিকাকরণ ৷

এদিন সোনারপুর গ্রামীণ হাসপাতালে টিকাকরণ শুরু হয় ৷ সেই কাজ ঠিক মতো চলছে কিনা, তা সরেজমিনে দেখে যান স্থানীয় বিডিও ও বিএমওএইচ ৷ তাঁরা জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের তরফে 735 জন ভুক্তভোগীর একটি তালিকা তৈরি করা হয়েছে ৷ এঁদের মধ্যে অধিকাংশই সোনারপুরের বাসিন্দা ৷ তবে কেউ কেউ কলকাতাতেও থাকেন ৷ তাই তাঁদের সুবিধার কথা ভেবেই সোনারপুর গ্রামীণ হাসপাতালের পাশাপাশি এমআর বাঙুর হাসপাতালেও তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে ৷ পাঁচদিন এই প্রক্রিয়া চলবে ৷

আরও পড়ুন : ভুয়ো টিকাকরণকে হাতিয়ার করেই সরকার বিরোধী আন্দোলনে জোর বিজেপির

স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্ট 735 জনের মোবাইলে টিকাকরণ সংক্রান্ত মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তা দেখিয়েই টিকা নিতে পারববেন তাঁরা ৷ টিকা নেওয়া হয়ে গেলে সরকারি নিয়ম মাফিক সকলকে শংসাপত্রও দেওয়া হবে ৷ স্বাভাবিকভাবেই সরকারের এই উদ্যোগে খুশি ভুক্তভোগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.