ETV Bharat / state

Murder in Sonarpur: স্ত্রীকে খুনের পর দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলায় অভিযুক্ত স্বামী, তিনবছর পর কিনারা সিআইডির

author img

By

Published : Jun 24, 2023, 2:53 PM IST

Updated : Jun 24, 2023, 3:36 PM IST

Murder in Sonarpur
Murder in Sonarpur

2020 সালের মার্চে নিখোঁজ হন টুম্পা মণ্ডল নামে এক মহিলা ৷ পুলিশি তদন্তে কিছু রহস্যের সমাধান হয়নি ৷ চলতি মাসে কলকাতা হাইকোর্ট সিআইডি-কে তদন্তভার দেয় ৷ সেই তদন্তে সামনে এল আসল সত্যি ৷ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার কঙ্কাল ৷ অভিযুক্ত স্বামী ৷

সেপটিক ট্যাঙ্কে কঙ্কাল উদ্ধারের ঘটনায় বাড়িওয়ালার স্ত্রীর বক্তব্য

সোনারপুর, 24 জুন: স্ত্রীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘটনা ৷ পুলিশি তদন্তে বিষয়টি সামনে আসেনি ৷ তাই গ্রেফতার হওয়ার পরও অভিযুক্ত স্বামী জামিন পেয়ে যান ৷ শেষে সিআইডি তদন্তে খুনের বিষয়টি স্পষ্ট হল ৷ উদ্ধার হয়েছে কঙ্কালও ৷

সোনারপুরের মিলনপল্লির বাসিন্দা তপন মণ্ডলের স্ত্রী রূপালী মণ্ডল জানান, 2020 সালে কোভিড অতিমারীর জেরে হওয়া লকডাউনের সময় তাঁর বাড়িতে ঘরভাড়া নেন ভোম্বল মণ্ডল ৷ স্বামী-স্ত্রী থাকবেন বলেই ওই ঘর ভাড়া নেওয়া হয় ৷ তার পর স্ত্রী পরিচয় দিয়ে টুম্পা মণ্ডল নামে এক মহিলার সঙ্গে থাকতেন ভোম্বল ৷ কিছুদিন তাঁরা ছিলেন৷ তার পর আচমকাই ভোম্বলরা বাড়ি ছেড়ে চলে যান ৷ কয়েকদিন পর ভোম্বলের এক আত্মীয় তাঁর কাছে আসেন ৷ বকেয়া ভাড়া মিটিয়ে দেন ৷ তার পর সমস্ত জিনিসপত্র নিয়ে ঘর খালি করে দিয়ে চলে যান ৷

Murder in Sonarpur
সোনারপুরে উদ্ধার হওয়া মাথার খুলি, হাড়

টুম্পার বাড়ি দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ৷ তাঁর বাবা লক্ষ্মণ মণ্ডল মেয়েকে খুঁজে না পেয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগে তিনি পুলিশকে জানান যে তাঁর মেয়ে টুম্পাকে 2020 সালের মার্চ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ পুলিশ তদন্ত শুরু করে৷ তদন্তকারীদের প্রথমেই সন্দেহ হয় ভোম্বলের উপর ৷ তাঁকে এই ঘটনায় গ্রেফতারও করা হয় ৷ কিন্তু পরে তিনি জামিন পেয়ে যান ৷

আরও পড়ুন: তরুণী ও জেঠিমাকে খুন করল প্রাক্তন প্রেমিক, পলাতক অভিযুক্ত

পরে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ গত 13 জুন সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত ৷ তদন্ত শুরু হয় ৷ সিআইডি সূত্রে খবর, যেহেতু এই ঘটনায় আগেই ভোম্বলকে গ্রেফতার করা হয়েছিল, তাই তাঁকেই আগে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ পুলিশি জেরায় আসল সত্যি চেপে রাখতে পারলেও, সিআইডির কাছে শেষ পর্যন্ত মুখ খোলেন তিনি ৷

Murder in Sonarpur
সোনারপুরে উদ্ধার হাড়, শাঁখা, পলা, চুড়ি

তদন্তকারীদের দাবি, শুক্রবার ভোম্বল তাঁদের জানান যে পারিবারিক অশান্তির কারণে তিনি স্ত্রীকে খুন করেছেন ৷ তার পর সোনারপুরের যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, সেই বাড়ির সেপটিক ট্যাঙ্কে দেহ ফেলে দেন ৷ পরে সেখান থেকে তিনি চলে যান ৷ ভোম্বলের বয়ান অনুযায়ী, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালান ৷ উদ্ধার হয় কঙ্কাল ৷ এছাড়া হিন্দু বিবাহিত মহিলাদের ব্যবহারের জিনিসও পাওয়া গিয়েছে ৷

সিআইডি-র তরফে অভিযুক্ত ভোম্বলের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করা হয়েছে ৷ তাছাড়া মূল মামলাটি যেহেতু নিখোঁজ সংক্রান্ত ৷ তাই সিআইডি আদালতে আবেদন জানিয়েছে, এই মামলায় খুনের ধারা যোগ করার জন্য ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

আরও পড়ুন: পারিবারিক বিবাদের জের ! চার বছরের শিশুকে খুনের অভিযোগ জেঠিমার বিরুদ্ধে

Last Updated :Jun 24, 2023, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.