ETV Bharat / state

পুলিশ সুপার-সহ যুব তৃণমূল নেতার নামে ডিজিকে নোটিস কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের

author img

By

Published : Jun 1, 2021, 3:47 PM IST

মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার বাসিন্দা মৈত্রী যোশী ফলতা বিধানসভা জুড়ে চলতে থাকা রাজনৈতিক হিংসার ঘটনা তুলে ধরে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনে একটি চিঠি পাঠান ৷ তার পরিপ্রেক্ষিতেই ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে এবার রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন । নোটিশে জানান হয়েছে, ভোটের ফল প্রকাশের পর ফলতায় পুলিশি সহযোগিতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নেতৃত্বে বহু বাড়িতে হামলা এবং শিশু ও তাদের বাবা মায়ের উপর সন্ত্রাস চালানো হয়েছে । এই ঘটনায় দ্রুত তদন্তের পাশাপাশি অফিসারদের বিরুদ্ধে 'সার্ভিস রুল' অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাতদিনের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন । যদিও ডায়মন্ডহারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ধরনের কোনও নোটিস তাঁর কাছে এসে পৌঁছয়নি ।

ভোট পরবর্তী হিংসায় পুলিশ সুপার সহ যুব তৃণমূল নেতার নামে রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন
ভোট পরবর্তী হিংসায় পুলিশ সুপার সহ যুব তৃণমূল নেতার নামে রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন

ডায়মন্ডহারবার, 1 জুন : ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে এবার রাজ্য পুলিশের ডিজিকে নোটিস পাঠাল কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন । এই নোটিসে ডায়মন্ডহারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খান, ফলতা থানার আইসি অভিজিৎ হাইত, পুলিশ অফিসার রফিকুজ্জামান শেখ ও সুমন বগির বিরুদ্ধে অভিযোগ করেছে কমিশন ।

নোটিসে জানানো হয়েছে, ভোটের ফল প্রকাশের পর ফলতায় পুলিশি সহযোগিতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নেতৃত্বে বহু বাড়িতে হামলা এবং শিশু ও তাদের বাবা মায়ের উপর সন্ত্রাস চালানো হয়েছে । এই ঘটনায় দ্রুত তদন্তের পাশাপাশি অফিসারদের বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাতদিনের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন । পাশাপাশি কমিশন আরও জানিয়েছে, বিশেষ জুভেনাইল পুলিশ অফিসারকে আক্রান্ত শিশুদের বয়ান রেকর্ড করে কমিশনে পাঠাতে হবে । যদিও ডায়মন্ডহারবারের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ধরনের কোনও নোটিস তাঁর কাছে এসে পৌঁছয়নি ।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার বাসিন্দা মৈত্রী যোশী ফলতা বিধানসভা জুড়ে চলতে থাকা রাজনৈতিক হিংসার ঘটনা তুলে ধরে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনে একটি চিঠি পাঠান । চিঠিতে তিনি জানান, ভোটের আগে ডায়মন্ডহারবারের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন । কিন্তু গত 2 মে ভোটের ফলাফল প্রকাশের পর নতুন সরকার গঠিত হলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ফের ডায়মন্ডহারবারে ফিরিয়ে আনে রাজ্য সরকার । তিনি আরও অভিযোগ করে জানান, ফলতার যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের নির্দেশেই কাজ করেছিলেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । জাহাঙ্গির নিজে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়িতে লুঠপাট, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া এবং মারধরের ঘটনায় মদত দিতেন বলে অভিযোগ ।

আরও পড়ুন : বিতর্কে জল ঢালতেই জেন্টলম্যান আলাপনের অবসর, বলছেন প্রাক্তন আইএএস

চিঠিতে আরও বলা হয়েছে, জাহাঙ্গির খানের নির্দেশেই ফলতার রামনগর থানার পুলিশ খোর্দোনালা গ্রামে অভিযান চালিয়ে শিশু ও মহিলাদের বেধড়ক মারধর করার পাশাপাশি 27 জনকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করে । জাহাঙ্গির খানের তাণ্ডবে প্রায় 600-র বেশি পরিবার ঘর ছাড়া, 70-এর বেশি মহিলার শ্লীলতাহানি হয়েছে এবং শতাধিক শিশু অনাহারে রয়েছে । এর পাশাপাশি সাড়ে তিনশোরও বেশি বাড়িতে লুঠ ও ভাঙচুর, শতাধিক মানুষকে মারধর বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং শতাধিক দোকান খুলতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ । পুলিশ সুপারের সহযোগিতায় জাহাঙ্গির খানের কাজকর্মের জেরে প্রায় 200 জন শিশু মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে ৷


তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির মদতেই এই নোটিস পাঠানো হয়েছে বলে দাবি তৃণমূলের । এ বিষয়ে ফলতার যুব তৃণমূল সভাপতি জাহাঙ্গির খান বলেন, "ভোটে ব্যাপক ব্যবধানে হেরেছে বিজেপি । তাই এখন কমিশনকে কাজে লাগিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে ৷ কিন্তু মিথ্যে অভিযোগ করে কোনও লাভ হবে না । এলাকার মানুষ এবং শিশুরা নিরাপদে আছেন । কমিশনের ভয় দেখিয়ে কোনও লাভ হবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.