ETV Bharat / state

Fire in Baruipur: কাজ হারানোর দুশ্চিন্তায় বহু মানুষ, বারুইপুর অগ্নিকাণ্ডে পরিদর্শনে বিমান বন্দ্যোপাধ্যায়

author img

By

Published : Jul 30, 2023, 4:25 PM IST

Etv Bharat
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে বিমান বন্দ্যোপাধ্যায়

শনিবার রাতের আগুন রবিবার নিয়ন্ত্রণে আনল দমকলের 15টি ইঞ্জিন ৷ তবুও ধিকিধিকি এখনও জ্বলছে আগুন ৷ এর মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে বিমান বন্দ্যোপাধ্যায়

বারুইপুর, 30 জুলাই: এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন ৷ গতকাল যে প্লাসটিকের ব্যাগ তৈরির কারখানায় আগুন লাগে বারুইপুরের সেই অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ দীর্ঘক্ষণ দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ জানা গিয়েছে, দমকলের 15টি ইঞ্জিন রোটেশানে কাজ করছে ৷

শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগে বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচঘোড়া মোড়ে একটি প্লাসটিকের ব্যাগ তৈরির কারখানায় ৷ 24 ঘণ্টা শিফটিংয়ে কাজ চলে এখানে । বারুইপুর, মল্লিকপুর, সুভাষগ্রাম ও চম্পাহাটি এলাকা মিলিয়ে প্রায় 3 হাজারেরও বেশি মানুষ কাজ করেন । কর্মীদের মধ্যে বহু মহিলাও রয়েছেন ৷ মহরম থাকায় শনিবার অনেকেই ছুটি নিয়েছিলেন । সন্ধ্যাবেলা পর্যন্ত কাজ হয়েছিল কারখানায় । এরপর আগুন লাগার খবর পেয়ে রাতেই দৌড়ে আসেন বহু কর্মী । আজ সকাল হতেই কারখানার সামনে কর্মীদের ভিড় বাড়তে থাকে । জুলাই মাসের পুরোটাই তাঁরা কাজ করেছেন ৷ কিন্তু এখন মাইনেটুকু পাবেন কি না, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা । পুজোর মুখে নতুন কাজ পাওয়ায় অনিশ্চিত । তাই আশঙ্কায় রয়েছে কয়েক হাজার পরিবার ।

আরও পড়ুন : বারুইপুরের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন , 15টি ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে

রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে । ফরেন্সিক টিমও আসবে । বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনে কারখানায় যারা কাজ করতেন তাঁদের পাশে দাঁড়ানো হবে ৷ কারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।

এছাড়াও কারখানা সংলগ্ন যে খাল আছে সেটিও সংস্কার করা হবে । এই বিষয়ে সেচমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন বলেও এদিন জানিয়েছেন বিমানবাবু । অন্যদিকে, এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, "উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এটাই চাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.