ETV Bharat / state

Blood Donation: বিধানসভায় না গিয়ে রক্ত দিতে হাসপাতালে বিধায়ক পরেশরাম

author img

By

Published : Aug 1, 2023, 8:10 PM IST

Updated : Aug 1, 2023, 10:59 PM IST

Blood Donation
Blood Donation

Emergency Blood Donation by MLA: দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ৷ মঙ্গলবার সকালে তিনি বিধানসভায় যাওয়ার পথে যান ক্যানিং মহকুমা হাসপাতালে ৷ সেখানে তিনি রক্তদান করেন এক রোগীর জন্য ৷ তাছাড়া আরও পাঁচজন রোগীর জন্য রক্তের ব্যবস্থা করেন ৷

বিধানসভায় না গিয়ে রক্ত দিতে হাসপাতালে বিধায়ক পরেশরাম

ক্যানিং, 1 অগস্ট: হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য রক্তের প্রয়োজন ৷ সোমবার রাতে এই সংক্রান্ত একটি পোস্ট সোশাল মিডিয়ায় করেছিলেন তাপস মণ্ডল নামে এক যুবক ৷ সেই পোস্টে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে রক্ত দিতে হাসপাতালে পৌঁছে যান স্বয়ং বিধায়ক ৷ যে খবর চাউড় হতেই হইচই পড়ে গিয়েছে ৷

এ দিন ঘটনাটি ঘটে ক্যানিং মহকুমা হাসপাতালে ৷ মঙ্গলবার সকালে বিধানসভায় যাওয়ার পথে হাসপাতালে হাজির হন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ৷ কথা বলেন রোগীর পরিবারের সঙ্গে । দ্রুত রক্তের প্রয়োজন জানতে পেরে নিজেই দৌড়ান হাসপাতালের ব্লাড ব্যাংকের দিকে । নিজেই রক্ত দেন রোগীর জন্য ৷

বিধায়ক জানিয়েছেন, তিনি সোমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রক্তের প্রয়োজনের বিষয়টি জানতে পেরেছিলেন ৷ তখনই তিনি যোগাযোগ করেন রোগীর পরিজনদের সঙ্গে ৷ রাতেই তাঁর আসার ইচ্ছে ছিল ৷ কিন্তু রাত 10টার পর ব্লাড ব্যাংকে চিকিৎসকরা থাকেন ৷ রক্ত দেওয়া যায় না৷ তাই তিনি আর আসেননি ৷

কিন্তু তিনি যে সকালে হাজির হবেন, তা বুঝতে পারেননি মাধবী মণ্ডল নামে ওই রোগীর পরিজনরা ৷ মাধবীদেবীর ছেলের বন্ধু তাপস মণ্ডল ৷ তিনিই সোশাল মিডিয়ায় রক্তের প্রয়োজনে পোস্টটি করেছিলেন ৷ তিনি জানালেন, পোস্টটিতে তিনি বিধায়ককে ট্যাগ করেছিলেন ৷ বিধায়কের সঙ্গে রাতে তাঁর কথাও হয় ৷ কিন্তু সকালে যে বিধায়ক স্বয়ং হাজির হবেন, তা তিনিও ভাবতে পারেননি ৷ তাই ক্যানিংয়ের মিঠাখালির গ্রামের বাসিন্দা বিধায়ক পরেশরামের এই সহযোগিতায় তিনি আপ্লুত ৷

আরও পড়ুন: নবজোয়ার যাত্রা শেষে বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান অভিষেকের

তবে তিনি একা নন, এদিন আরও কয়েকজন রোগীর আত্মীয়রাও বিধায়কের কাছ থেকে সাহায্য পেয়েছেন ৷ কারণ, এ দিন ক্যানিং হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত দিতে গিয়ে বিধায়ক দেখেন সেখানে ক মহিলা-সহ পাঁচ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রয়েছে ৷ তারাও রক্তের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে ৷ এদিকে হাসপাতালের ব্লাড ব্যাংকের ভাঁড়ার শূন্য । তাই বিধায়ক সঙ্গে সঙ্গেই নিজের নিরাপত্তারক্ষী ও দলীয় কর্মীদেরকে দ্রুত রক্ত দিতে নির্দেশ দেন । বিধায়কের নির্দেশে আরও পাঁচজন রক্ত দেন এদিন । বিধায়কের এই উদ্যোগে খুশি রোগীর পরিজনরা ।

Last Updated :Aug 1, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.