ETV Bharat / state

বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, অভিযুক্ত বিজেপি

author img

By

Published : Mar 29, 2021, 12:03 PM IST

গতকাল রাতে নির্বাচনী প্রচার থেকে ফেরার সময় স্থানীয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে কয়েকজন দুষ্কৃতী ৷ তাঁর ডান পায়ে গুলি লাগে ৷ তাঁর অভিযোগ, কয়েকজন বিজেপি কর্মী ঘটনার পিছনে রয়েছে ৷

বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

বাসন্তী, 29 মার্চ : নির্বাচনের আগে ফের অশান্তি বাসন্তীতে । গুলিবিদ্ধ হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য । গতকাল রাতে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে কয়েকজন দুষ্কৃতী ৷ তাঁর ডান পায়ে গুলি লাগে ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

স্থানীয় তৃণমূল নেতা আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপ হালদার ৷ পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে । পুরানো মামলা তুলে নেওয়ার জন্যই তাঁকে গুলি করা হয় বলে দাবি । তবে ভোটের মুখে এভাবে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় । খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে যায় । এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুন, বাপ ব্যাটার অনুমতিতে ঢুকেছিল চটি পরা পুলিশ, বিস্ফোরক মমতা

আক্রান্ত তৃণমূল নেতা বলেন, "গতকাল রাতে নির্বাচনী প্রচার থেকে ফিরছিলাম ৷ সেইসময় কয়েকজন দুষ্কৃতী আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ আমার ডান পায়ে গুলি লাগে ৷ পুরানো একটা মামলা নিয়ে বিজেপির লোকজন আমার উপর হামলা চালিয়েছে ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.