ETV Bharat / state

এক দশকের সবুজ গড় ধরে রাখতে মরিয়া তৃণমূল, ত্রিমুখী লড়াই রায়দিঘিতে

author img

By

Published : Mar 23, 2021, 9:07 PM IST

West Bengal Assembly Election 2021
ছবি

কেউ কাউকে এক ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ ৷ 6 এপ্রিল তৃতীয় দফায় ভোটগ্রহণ রায়দিঘিতে ৷ এখন দেখার চাঁদিফাটা রোদে প্রচার কার মুখে শেষপর্যন্ত হাসি ধরে রাখে ৷

রায়দিঘি, 23 মার্চ : ইতিমধ্যেই নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে । সাধারণ মানুষের আস্থা ও মনজয় করতে মরিয়া সব দলের প্রার্থীরা । ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল করেছে তৃণমূল, সিপিএম ও বিজেপির আরও অন্যান্য দলের প্রার্থীরা । রায়দিঘি বিধানসভা কেন্দ্রের লড়াই হবে মূলত ত্রিমুখী । গত দু'বারের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী দেবশ্রী রায় ।

সম্প্রতি দলের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বেড়েছে ৷ পর পর দু'বারের বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়কে এই কেন্দ্রে থেকে প্রার্থী করেনি তৃণমূল । পরিবর্তে আস্থা রেখেছে রায়দিঘি বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র অলোক জলদাতার উপর । একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল রায়দিঘি বিধানসভা কেন্দ্র ।

বামেদের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় লাল দুর্গে পরিণত করেছিলেন রায়দিঘিকে । তারপর 2011 সালে ঐতিহাসিক পালাবদল ৷ দূর্গ ধরে রাখতে ব্যর্থ হয় সিপিএম । অভিনেত্রী দেবশ্রী রায়ের কাছে সিপিএমের বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায় পরাজিত হন । 5,553 ভোটে জিতেছিলেন দেবশ্রী ৷ তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 93,236 টি ৷ সিপিএম ভোট পেয়েছিল 87, 683 টি ৷ বিজেপির ঝুলিতে ছিল 3,369 টি ভোট ৷

সবুজ, গেরুয়া না লাল ? কার মুখে ফুটবে শেষ হাসি

এরপর 2016 বিধানসভা ভোট ৷ ফের একবার জয়ী হন দেবশ্রী রায় ৷ প্রতিপক্ষ আবারও কান্তি গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু এবার মার্জিন কমিয়ে আনে বামেরা ৷ মাত্র 1,229 ভোটে জয়ী হয়েছিলেন দেবশ্রী ৷ তৃণমূল ভোট পেয়েছিল 1,01, 161 টি ৷ সিপিএমের প্রাপ্ত ভোট ছিল 99,932 টি ৷ শক্তি বাড়িয়ে বিজেপি পেয়েছিল 7, 699 টি ভোট ৷

এক সময়ের লাল দূর্গ বলে পরিচিত রায়দিঘি এখন সবুজে সবুজ ৷ রায়দিঘি থেকে এবার জোড়াফুলের প্রতীকে লড়ছেন অলোক জলদাতা ৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন ৷ ভোট চাইছেন ৷ তবে বর্তমান বিধায়ক দেবশ্রী রায় এখন তৃণমূল ছেড়েছেন ৷ আর এটাকেই কাজে লাগাতে চাইছে বাকি দলগুলি ৷ রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যায়, 2011 সাল ও 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী দেবশ্রী রায়কে জেতাতে শান্তনু বাঁপুলির ভূমিকা ছিল অপরিসীম ।

আরও পড়ুন : লাল, গেরুয়া না সবুজ- অভিষেক গড়ে কোন আবির উড়বে 2 মে ?

কিন্তু এই শান্তনু বাঁপুলি সদ্য জার্সি বদলে বিজেপিতে ৷ গেরুয়া শিবির থেকে প্রার্থীও হয়েছেন ৷ রায়দিঘিতে গেরুয়া ঝড় তুলতে বিজেপি বাজি ধরছে শান্তনু বাঁপুলির উপর ৷ সদ্য তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা শান্তনুও নিরাশ করছেন না ৷ প্রচার চালাচ্ছেন জোরকদমে ৷

রায়দিঘির মাটি বামেদের কাছে হাতের তালুর মতো চেনা ৷ একসময় বামেদের দুর্ভেদ্য গড় ছিল রায়দিঘি ৷ এবার সেখানে লাল সেলাম জানাতে প্রস্তুত বর্ষীয়ান কান্তি গঙ্গোপাধ্যায় ৷ জনসংযোগ কীভাবে করতে হয় তা ভালোই জানেন দুঁদে বাম নেতা ৷ নেমেও পড়েছেন মাঠে ৷ তিনি বলেন, "রায়দিঘি বিধানসভা এলাকায় তৃণমূল একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত । আমফানের গরিব মানুষকে তার ন্যূনতম আর্থিক সাহায্য তুলে দেয়নি । আমি সুন্দরবনের মানুষের জন্য সারা জীবন আছি ।

2016 সালের পর কেটে গিয়েছে 5 বছর ৷ এলাকাবাসীর অভিযোগ, মানুষের সুখ-দুঃখে সঙ্গে পাননি অভিনেত্রী বিধায়িকাকে । বরং ঘূর্ণিঝড় আমফানে রায়দিঘির মানুষ কাছে পেয়েছিলেন বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । এমনটাই দাবি করছেন সিপিএম সমর্থকরা ৷ ভোট ময়দানে এগিয়ে রাখছেন তাঁরা কান্তি গঙ্গোপাধ্যায়কেই । অন্যদিকে নিজের ঘর ধরে রাখতে মরিয়া সবুজ শিবির । বিধানসভা কেন্দ্রের গেরুয়া আবির ওড়াতে ব্যস্ত শান্তনু বাঁপুলি ।

কেউ কাউকে এক ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ ৷ 6 এপ্রিল তৃতীয় দফায় ভোটগ্রহণ রায়দিঘিতে ৷ এখন দেখার চাঁদিফাটা রোদে প্রচার কার মুখে শেষপর্যন্ত হাসি ধরে রাখে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.