ETV Bharat / state

অগ্নিগর্ভ মগরাহাট, মাথা ফাটলো গিয়াসউদ্দিন মোল্লার

author img

By

Published : Apr 7, 2021, 11:08 PM IST

অভিযোগ আচমকা গিয়াসউদ্দিন মোল্লাকে মেরে মাথা ফাটিয়ে দেয় বিজেপির দুষ্কৃতীরা । এই ঘটনার প্রতিবাদে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃনমূলের কর্মী-সমর্থকরা।

bengal election 2021
bengal election 2021

ডায়মন্ড হারবার, 7 এপ্রিল : তৃতীয় দফার নির্বাচনে ভোট শেষ হতে না হতেই অশান্ত মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র ৷ বুধবার বিকেলে আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা । অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা লাঠি দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় । গুরুতর জখম অবস্থায় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি । যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি । পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি ও মারধরের অভিযোগ তুলেছে বিজেপি ।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে উস্তি থানার দিয়ারক এলাকায় আইএসএফ কর্মী সুফান শেখ ও এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । বুধবার সকালে আক্রান্ত কর্মীর বাড়িতে যান বিজেপি নেতারা । অভিযোগ ফেরার পথে তাঁদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে তৃণমূল দুষ্কৃতীরা । গিয়াসউদ্দিন মোল্লার ছেলের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে বিজেপির অভিযোগ । এরপর এদিন সন্ধে নাগাদ রাজারহাটের কাছে তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লাকে ঘিরে ধরে বিজেপি কর্মীরা । বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয় । এরপর দু'পক্ষই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে ।

ভোট পরবর্তী হিংসায় মাথা ফাটল তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মোল্লার

অভিযোগ আচমকা গিয়াসউদ্দিন মোল্লাকে মেরে মাথা ফাটিয়ে দেয় বিজেপির দুষ্কৃতীরা । এই ঘটনার প্রতিবাদে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃনমূলের কর্মী-সমর্থকরা। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক আহত হয়েছে বলে জানা যাচ্ছে। 117 নম্বর জাতীয় সড়কে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা । ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশবাহিনী ও দমকলের একটি ইঞ্জিন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.