ETV Bharat / state

Sukanta on Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় কর্মীদের পাশে দাঁড়ানোয় নেতৃত্বের খামতি ছিল, মানলেন সুকান্ত

author img

By

Published : Mar 12, 2022, 10:02 PM IST

bengal bjp president sukanta majumder reaction on post poll violence
Sukanta on Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় কর্মীদের পাশে দাঁড়ানোয় নেতৃত্বের খামতি ছিল, মানলেন সুকান্ত

বিধানসভার ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে সরব হয় বিজেপি ৷ গেরুয়া শিবিরের তরফে দায়ের হওয়া মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে ওই সংক্রান্ত সব ঘটনাই এখন সিবিআই ও সিটের তদন্তের আওতায় রয়েছে ৷ কিন্তু সেই সময় বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোয় নেতৃত্বের খামতি ছিল ৷ শনিবার তা স্বীকার করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder Reaction on Post Poll Violence) ৷

বারুইপুর, 12 মার্চ : একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলের হামলার শিকার হয়েছিল বলে বারবার অভিযোগ করেছে গেরুয়া শিবির ৷ সেই অভিযোগের তদন্ত চলছে ৷ আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই ও সিট ৷ কিন্তু সেই সময় দলীয় কর্মীরা আক্রান্ত হলেও বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে তাঁদের পাশে দাঁড়ানোয় খামতি ছিল ৷ শনিবার এই কথা মেনে নিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder Reaction on Post Poll Violence) ৷

এদিন তিনি হাজির হয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ৷ সেখানে দলের এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বঙ্গ বিজেপির সভাপতি (Sukanta Attends BJP Meeting at Baruipur) ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর কথায়, ‘‘এই হিংসা কীভাবে মোকাবিলা করা যাবে, তা অনেকেই বুঝতে উঠতে পারেননি । তবে আমরা পরবর্তী সময়ে প্রত্যেক কর্মী-‌সমর্থকদের পাশে আছি । সাধ্যমতো তাঁদেরকেও সাহায্যও করব ।’’

অন্যদিকে এদিন তিনি বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সমালোচনা করেন ৷ তোলেন সাম্প্রতি পৌরনির্বাচনের (Bengal Civic Polls 2022) প্রসঙ্গও ৷ তাঁর বক্তব্য, ‘‘পুরসভা নির্বাচনের নামে যা হয়েছে, তা প্রহসন । আমরা এই ফলকে মানি না । পুরসভা নির্বাচনে যে ইভিএম ব্যবহার করা হয়েছে, তা বাতিল করা হয়েছে আগেই । ভারতবর্ষের কোথাও আর এই ইভিএমে ভোট হয় না ।’’

সাংবাদিক বৈঠকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

শনিবার বারুইপুরে বিজেপির সাংগঠনিক সভায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Bengal BJP President Sukanta Majumder) সঙ্গে বারুইপুর সাংগঠনিক জেলার সভাপতি উত্তম কর-‌সহ জেলার অন্যান্য নেতানেত্রীরা উপস্থিত ছিলেন ৷ হাজির ছিলেন বহু কর্মী ৷ তাঁদের সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই সরকারের হাতে টাকা নেই । সব বেচে দিচ্ছে । পেনশন দিতে পারছে না । আগামিদিনে মাইনে বন্ধ হয়ে যাবে । তবুও দুয়ারে সরকারের নামে ফর্ম ভর্তি করতে বলছে । কাউকে টাকা দিতে পারবে না এই সরকার‌ ।’’

আরও পড়ুন : Sukanta On WB Budget : রাজ্য বাজেট শুধু তৃণমূলের লোকেদের মুখে হাসি ফোটাবে, কটাক্ষ সুকান্তের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.