ETV Bharat / state

Fraud ration : রেশনের কারচুপি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল নামখানায়

author img

By

Published : Aug 6, 2021, 11:12 AM IST

দীর্ঘ চার পাঁচ মাস ধরে রেশন না দেওয়া এবং রাতের অন্ধকারে রেশনের চাল পাচারের অভিযোগ ওঠে রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের দশ মাইল বাজার এলাকায় ৷ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ৷ রেশন বঞ্চনার দাবি তুলে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।

রেশনের কারচুপি
রেশনের কারচুপি

নামখানা, 6 অগস্ট : এদিন দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের দশ মাইল বাজারে রেশন দোকানে মালিকের বিরুদ্ধে রেশনের কারচুপি করার ঘটনা সামনে এসেছে ৷ তাতে ব্যাপক উত্তেজনা ছডিয়েছে ওই এলাকায় ৷ রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামখানা থানার পুলিশ পৌঁছায়।

স্বানীয় সূত্রে খবর, দশ মাইল বাজারের রেশন ডিলার সুভাষ মাইতির বিরুদ্ধে একাধিক বার রেশনের কারচুপি করার অভিযোগ উঠেছে । এদিন এই ঘটনা সামনে আসায় রেশন বঞ্চনার দাবি তুলে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ।

দীর্ঘ চার পাঁচ মাস ধরে রেশন না দেওয়া এবং রাতের অন্ধকারে রেশনের চাল পাচারের অভিযোগ ওঠে রেশন ডিলার সুভাষ মাইতির বিরুদ্ধে। এছাড়াও সাধারণ মানুষ অভিযোগ করেন ভোর থেকে সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকার পরও রেশন না নিয়েই বাড়ি ফিরতে হয়। তাই স্বাভাবিকভাবেই রেশন নেওয়ার সময় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে ভোগান্তি সহ্য করতে হয় সাধারণ মানুষদের।

আরও পড়ুন : Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সোনারপুরে গ্রেফতার 1

নামখানা ব্লকের দেব নিবাস এবং শিবপুরের প্রায় কয়েক হাজার বাসিন্দাদের রেশন বন্টন হয় দশ মাইল বাজারের উক্ত রেশনের কাউন্টার থেকে। রেশন ডিলার সুভাষ মাইতির সাধারণ মানুষের প্রতি দীর্ঘদিনের এই অন্যায় আচরণে নাস্তানাবুদ দেব নিবাস এবং শিবপুর এলাকার মানুষরা।

এদিনের এই বিক্ষোভে সাধারণ মানুষ দাবি করেন হয় প্রতিমাসে রেশন প্রতিমাসেই দিয়ে দেওয়া হোক নতুবা তাদের রেশন ডিলার সুভাষ মাইতিকে পরিবর্তন করা হোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.