ETV Bharat / state

Female Worker Death in Factory: সোনারপুরের কারখানায় মহিলা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা, বিক্ষোভ-ভাঙচুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 3:11 PM IST

Female Worker Death in Factory
Female Worker Death in Factory

Female Worker Death in Factory in Sonarpur: দক্ষিণ 24 পরগনার সোনারপুরের একটি কারখানায় বৃহস্পতিবার এক মহিলা শ্রমিকের মৃত্য়ু হয় ৷ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে অন্য শ্রমিকরা এ দিন কারখানায় বিক্ষোভ দেখায় ৷ ভাঙচুর করে ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায় ৷

সোনারপুরের কারখানায় মহিলা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা

সোনারপুর, 28 সেপ্টেম্বর: পোশাক তৈরির কারখানার মধ্যে ভিনরাজ্যের এক মহিলা শ্রমিকের মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল দক্ষিণ 24 পরগনার সোনারপুরে ৷ শ্রমিক মৃত্যুর প্রতিবাদে কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ দেখান অন্যান্য শ্রমিকরা ৷ তাঁদের অভিযোগ রুবি কুমারী নামে ওই শ্রমিকের মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষের গাফিলতিই দায়ী ৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোনারপুর থানার পুলিশ ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে । খবর দেওয়া হয়েছে মৃতার পরিবারকেও ৷

মৃত রুবি কুমারী ঝাড়খণ্ডের বাসিন্দা । শ্রমিকদের অভিযোগ, গত চারদিন ধরে অসুস্থ বোধ করছিলেন ওই মহিলা । বমি-কাশি সহ একাধিক শারীরিক সমস্যা দেখাও দিয়েছিল তাঁর । মালিককে বারবার ছুটির কথা বললেও তাঁকে ছুটি দেওয়া হয়নি । শুধু তাই নয়, ওই মহিলার চিকিৎসাও করানো হয়নি বলে অভিযোগ । অসুস্থ শরীর নিয়েই দীর্ঘদিন কাজ করেছেন । এরপরই আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর । এদিকে, ওই মহিলা ছাড়াও সর্দি-কাশির সমস্যায় ভুগছেন আরও 12 জন শ্রমিক ।

যদিও, অভিযোগ অস্বীকার করেছে কারখানার কর্তৃপক্ষ । কোম্পানির এইচআর বিশ্বরঞ্জন মিশ্রর দাবি, তাঁর কাছে কোনও ছুটি চাওয়া হয়নি । আজই তিনি রুবি কুমারী নামে ওই শ্রমিকের শরীরিক অসুস্থতার বিষয়ে জানতে পারেন ৷ তার পর ওই মহিলা শ্রমিকের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ তার পর একটি অটোতে বারুইপুর হাসপাতালে ওই মহিলা শ্রমিককে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ সেখানে নিয়ে গেলে রুবি কুমারীকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

এই বিষয়ে সুলোচনা কুমারী নামে অন্য এক মহিলা শ্রমিক বলেন, “বিগত চার দিন ধরে অসুস্থ ছিল রুবি । তাও কাজে আসতেন । এখানে নার্সরুমে থাকতেন। দু’দিনে তাঁকে কোনও ওষুধ দেওয়া হয়নি । শুধু শুয়ে থাকতে বলা হত । অসুস্থতা নিয়েই কাজে এসেছিল গতকাল বুধবার ।’’

তবে কারখানার শ্রমিকদের দাবি, বুধবারই রুবিকে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় ৷ পরে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেই কারণে বুধবার রাতেও কারখানায় উত্তেজনা ছড়িয়েছিল ৷ পুলিশও এসেছিল ৷ বৃহস্পতিবার রুবি কুমারীর মৃত্যুর ক্ষোভ আরও বৃদ্ধি পায় ৷ এই কারখানায় অধিকাংশ ঝাড়খণ্ডের শ্রমিক ৷ তাঁরা আবাসিক হিসেবে থাকেন ৷ সেই কারণে ওই মহিলা শ্রমিকের এই মর্মান্তিক পরিণতি হল বলে অভিযোগ ৷

আরও পড়ুন: নরেন্দ্রপুরের যুবক খুনে গ্রেফতার এক অভিযুক্ত, সিবিআই তদন্তের দাবি পরিবারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.