ETV Bharat / state

Abhishek on Didir Surksha Kawach: দাবি পূরণের আশা আছে বলেই ক্ষোভ দেখাচ্ছে মানুষ, মত অভিষেকের

author img

By

Published : Jan 28, 2023, 8:40 PM IST

Abhishek on Didir Surksha Kawach
Abhishek on Didir Surksha Kawach

দিদির সুরক্ষা কবচ (Didir Surksha Kawach) কর্মসূচিতে দিদির দূত হয়ে হাজির হয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের ৷ এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিচলিত নন, তা তিনি শনিবার বুঝিয়ে দিলেন ৷

দাবি পূরণের আশা আছে বলেই ক্ষোভ দেখাচ্ছে মানুষ, মত অভিষেকের

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 28 জানুয়ারি: দিদির সুরক্ষা কবচ নিয়ে এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের । দিদির দূত (Didir Doot) হয়ে গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূলের (Trinamool Congress) জনপ্রতিনিধিদের । জেলায় জেলায় এই দৃশ্য ধরা পড়েছে বিগত কিছুদিনে । আর তা নিয়ে খোঁচাও দিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি । সংবাদমাধ্যমে সেই নিয়ে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশ হয়েছে । এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘‘নিশ্চিতভাবে মানুষ ক্ষোভ উগরাবে । কেন উগরাবে না ? মানুষ যাঁর থেকে আশা করে, তাঁকে ভোট দেয় । তৃণমূলের কাছে ক্ষোভ উগরাবে না তো কি বিজেপির (BJP) কাছে উগরাবে ?’’ সেই সঙ্গে অভিষেকের আরও জানান, বিজেপি মানুষের কাছে যায় না । তারা সাধারণ মানুষের নাগালের বাইরে । তাদের কাছে মানুষ ক্ষোভের কথা জানাবে কীভাবে ? তাই যে মানুষের কাছে যাবে, মানুষ তো তার সঙ্গেই কথা বলবে । তৃণমূল কংগ্রেস শিবির যে শুধু ভোটের সময় নয়, সারা বছরই মানুষের সঙ্গে থাকে, সেই কথাও এদিন বুঝিয়ে দেন অভিষেক ।

2021 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে । আর তার পরের বছরেই অর্থাৎ 2022 সালেই যে তৃণমূল মানুষের কাছে পৌঁছে গিয়েছে, সেই কথাও এদিন উঠে আসে অভিষেকের কথায় । তিনি বলেন, ‘‘কেন মানুষের কাছে যাব না ? মানুষের দ্বারা আমরা নির্বাচিত । মানুষের জন্য প্রতিপদে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর । আমরা দিল্লির বাবুদের কাছে মাথা নোয়াব না । আমরা বাংলার খেটে খাওয়া মানুষের কাছে মাথা নিচু করব । তাই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কাছে মানুষ তাঁদের ক্ষোভের কথা, তাঁদের মতামত জানিয়েছেন ।’’

তৃণমূলের নেতা-কর্মীরা, যাঁরা দিদির সুরক্ষাকবচ কর্মসূচির সঙ্গে যুক্ত, তাঁদের উদ্দেশে অভিষেক বিচলিত না হওয়ার পরামর্শ দেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘আমি নিজেও দিদির সুরক্ষা কবচ করব । আমরা শুধু ভোটের সময়ে মানুষের কাছে আসি না । আমরা ভোটপাখি নই ।’’

আরও পড়ুন: ছবি বিতর্কে হিরণকে আইনি লড়াইয়ের পরামর্শ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.