ETV Bharat / state

ফোঁটা নেওয়ার অপেক্ষায় যুবক, বাড়ি এল বোনের মৃতদেহ

author img

By

Published : Oct 29, 2019, 10:07 AM IST

Updated : Oct 29, 2019, 10:33 AM IST

বিয়ের পর থেকেই পায়েলের উপর শুরু হয় অত্যাচার ৷ প্রদীপ ছাড়াও তাঁর আগের পক্ষের বউ টুম্পা ও তাঁর ছেলেরাও পায়েলের উপর অত্যাচার করত বলে অভিযোগ ৷ পায়েলের মা জানান, পায়েলকে মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে ৷ শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে ৷

মৃত পায়েল শিকারী

আনন্দপুর, 29 অক্টোবর : প্রতিবারের মতো এবারও বোন বাড়ি আসবে ফোঁটা দিতে ৷ সেই অপেক্ষাতেই ছিলেন পলাশ ৷ কিন্তু এবার আর বোন আসেননি ৷ এসেছে তাঁর মৃত্যুর খবর ৷

মৃতের নাম পায়েল শিকারি (30) ৷ আনন্দপুর থানা এলাকার বাসিন্দা ৷ সাত বছর আগে প্রদীপ শিকারির সঙ্গে বিয়ে করেন ৷ প্রদীপ ইলেকট্রিক মিস্ত্রি ৷ তিনি আগে থেকেই বিবাহিত ৷ তবে সেই বিয়ে গোপন করে পায়েলকে বিয়ে করেন তিনি ৷ তাঁদের পাঁচ বছরের একজন ছেলে ও তিন বছরের একজন মেয়ে রয়েছে ৷

অভিযোগ, বিয়ের পর থেকেই পায়েলের উপর শুরু হয় অত্যাচার ৷ প্রদীপ ছাড়াও তাঁর আগের পক্ষের বউ টুম্পা ও তাঁর ছেলেরাও পায়েলের উপর অত্যাচার করত বলে অভিযোগ ৷ পায়েলের মায়ের অভিযোগ, তাঁর মেয়েকে মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে ৷ শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে ৷

দেখুন ভিডিয়ো

পায়েলের বাবার বাড়ির তরফে মোট সাতজনের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ মূল অভিযুক্ত প্রদীপ ও তাঁর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ আজ তাঁদের বারুইপুর আদালতে তোলা হবে ৷

Intro:ভাইফোঁটা দেওয়া হল না পায়েলের ৷ ফোঁটা দেওয়ার জন্য বাড়ি আসার দিনেই তার মৄতদেহ পেল পরিবার ৷ এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে ৷ নরেন্দ্রপুর থানা এলাকার শ্বশুরবাড়ি সংলগ্ন চাঁদপুর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ ৷ আনন্দপুর থানা এলাকার বাসিন্দা পায়েলের বিয়ে হয় ৭ বছর আগে প্রদীপ শিকারী নামে এক ইলেকট্রিক মিস্ত্রির সাথে ৷ তার আগেই একটি বিয়ে ছিল ৷ সেই বিয়ে গোপন করে ফের পায়েলকে বিয়ে করে সে ৷ প্রদীপ ও পায়েলের ৫ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে ৷ অভিযোগ বিয়ের পর থেকেই পায়েলের উপর শুরু হয় অত্যাচার ৷ স্বামী প্রদীপ ছাড়াও তার আগের পক্ষের বৌ টুম্পা ও তার ছেলেরা অত্যাচার চালাত বলে অভিযোগ ৷ তারাই তাকে মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে বলে অভিযোগ ৷ পায়েলের শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের ৷ মোট সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ৷ মুল অভিযুক্ত প্রদীপ শিকারী ও তার মা কে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে ৷
Body:ভাইফোঁটা দেওয়া হল না পায়েলের ৷ ফোঁটা দেওয়ার জন্য বাড়ি আসার দিনেই তার মৄতদেহ পেল পরিবার ৷ এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে ৷ নরেন্দ্রপুর থানা এলাকার শ্বশুরবাড়ি সংলগ্ন চাঁদপুর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ ৷ আনন্দপুর থানা এলাকার বাসিন্দা পায়েলের বিয়ে হয় ৭ বছর আগে প্রদীপ শিকারী নামে এক ইলেকট্রিক মিস্ত্রির সাথে ৷ তার আগেই একটি বিয়ে ছিল ৷ সেই বিয়ে গোপন করে ফের পায়েলকে বিয়ে করে সে ৷ প্রদীপ ও পায়েলের ৫ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে ৷ অভিযোগ বিয়ের পর থেকেই পায়েলের উপর শুরু হয় অত্যাচার ৷ স্বামী প্রদীপ ছাড়াও তার আগের পক্ষের বৌ টুম্পা ও তার ছেলেরা অত্যাচার চালাত বলে অভিযোগ ৷ তারাই তাকে মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে বলে অভিযোগ ৷ পায়েলের শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের ৷ মোট সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ৷ মুল অভিযুক্ত প্রদীপ শিকারী ও তার মা কে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে ৷
Conclusion:ভাইফোঁটা দেওয়া হল না পায়েলের ৷ ফোঁটা দেওয়ার জন্য বাড়ি আসার দিনেই তার মৄতদেহ পেল পরিবার ৷ এই ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে ৷ নরেন্দ্রপুর থানা এলাকার শ্বশুরবাড়ি সংলগ্ন চাঁদপুর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ ৷ আনন্দপুর থানা এলাকার বাসিন্দা পায়েলের বিয়ে হয় ৭ বছর আগে প্রদীপ শিকারী নামে এক ইলেকট্রিক মিস্ত্রির সাথে ৷ তার আগেই একটি বিয়ে ছিল ৷ সেই বিয়ে গোপন করে ফের পায়েলকে বিয়ে করে সে ৷ প্রদীপ ও পায়েলের ৫ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে ৷ অভিযোগ বিয়ের পর থেকেই পায়েলের উপর শুরু হয় অত্যাচার ৷ স্বামী প্রদীপ ছাড়াও তার আগের পক্ষের বৌ টুম্পা ও তার ছেলেরা অত্যাচার চালাত বলে অভিযোগ ৷ তারাই তাকে মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে বলে অভিযোগ ৷ পায়েলের শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের ৷ মোট সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ৷ মুল অভিযুক্ত প্রদীপ শিকারী ও তার মা কে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে ৷
Last Updated : Oct 29, 2019, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.