ETV Bharat / state

সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি, রায়দিঘিতে হাইকোর্টের প্রতিনিধি দল

author img

By

Published : Jun 22, 2021, 8:23 PM IST

a special team constructed by calcutta high court visit raidighi mangrove area
সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি, রায়দিঘিতে হাইকোর্টের প্রতিনিধি দল

ঘূর্ণিঝড় যশে তছনছ হয়ে গিয়েছে সুন্দরবন । ম্যানগ্রোভ নষ্ট করে মাছের ভেড়ি গড়ে ওঠাতেই এতটা খারাপ অবস্থা হয়েছে সুন্দরবনের ৷ অভিযোগ স্থানীয়দের ৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে রায়দিঘিতে পরিদর্শনে হাইকোর্টের প্রতিনিধি দল ৷

রায়দিঘি, 22 জুন : ম্যানগ্রোভ ধ্বংস করে মাছের ভেড়ি ! খতিয়ে দেখতে দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে এল কলকাতা হাইকোর্টের তৈরি করে দেওয়া বিশেষ প্রতিনিধি দল ৷ মঙ্গলবার রায়দিঘি সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় ঘুরলেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ অভিযোগ খতিয়ে দেখলেন ৷ জানা গিয়েছে যে, আগামিকালই তারা কলকাতা হাইকোর্টে এই নিয়ে রিপোর্ট জমা দেবেন ৷

ঘূর্ণিঝড় যশে কার্যত তছনছ হয়ে গিয়েছে সুন্দরবন । একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গোটা এলাকা । বহু জায়গায় মাটির বাঁধ ভেঙে গিয়েছে ৷ সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ যশের দুর্যোগ কেটে যাওয়ার পর পার হয়েছে প্রায় এক মাস ৷ তার পরও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি ৷

আরও পড়ুন : দিল্লিতে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ ক্যানিংয়ের গৃহবধূ

তাই প্রশ্ন উঠেছে, সুন্দরবনের কেন এই অবস্থা হল ? স্থানীয়রা জানাচ্ছেন, সুন্দরবনকে রক্ষা করে ম্যানগ্রোভ অরণ্য ৷ কিন্তু দিনের পর দিন সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করা হয়েছে ৷ তার বদলে গড়ে উঠছে মাছের ভেড়ি । তার জেরেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এলাকার বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ।

কিন্তু কতদিন আর এভাবে বাঁচা যায় ! প্রকৃতির তাণ্ডবের কাছে হার মানতেই হবে ৷ তাই যশের পর বসে থাকেননি এলাকার মানুষ ৷ জনৈক এক ব্যক্তি দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের ৷ ম্যানগ্রোভ বাঁচাতে আদালতের হস্তক্ষেপ দাবি করেন ৷ সেই মামলাতেই বিশেষ প্রতিনিধি দল তৈরি করে দেয় আদালত ৷ সেই প্রতিনিধি দলই মঙ্গলবার এলাকায় আসেন ৷

সেই দলে ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার সহ-বিভাগীয় বনাধিকারিক (এডিএফও) অনুরাগ চৌধুরী, রায়দিঘির বিধায়ক অলক জলদাতা-সহ পুলিশ, প্রশাসনের আধিকারিকরা ৷ তাঁরা মথুরাপুর-২ ও কুলতলি ব্লকের ম্যানগ্রোভ অরণ্য ও বাদাবনের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন ৷ তাঁদের সঙ্গে ছিলেন ওই অভিযোগকারীও ৷

আরও পড়ুন : জীবিকার তাগিদে কেরালা পাড়ি, নামখানার তিন মৎস্যজীবী দু'মাস ধরে নিখোঁজ

পরে রায়দিঘির বিধায়ক অলক জলদাতা বলেন, ‘‘প্রকৃতিকে একমাত্র প্রকৃতির দিয়েই রক্ষা করা যাবে ৷ যে অভিযোগ জমা পড়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে বন দফতর ৷ ইতিমধ্যেই বিশেষ প্রতিনিধি দল রায়দিঘিতে এসেছে ৷ আমরা রায়দিঘির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি যদি এই রকম কোনও ঘটনা ঘটে থাকে ৷ অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নদীর বাঁধগুলিতে ম্যানগ্রোভ লাগানোর যে কর্মসূচি নিয়েছি, তা পালন করব ৷ রায়দিঘিতে নতুন করে প্রায় এক হাজার হেক্টর জমিতে ম্যানগ্রোভ রোপন করা হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.