canning : মানসিক ভারসাম্যহীন দুই সন্তান, কিডনি বিকল গৃহকর্তার ; সরকারি সাহায্যের আর্জি গৃহকত্রীর

author img

By

Published : Sep 14, 2021, 7:33 PM IST

Updated : Sep 14, 2021, 8:34 PM IST

A couple from Canning desperately struggled to give a better life to their two Special child in South 24 Pargana
মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের সুস্থ জীবনের জন্য মরিয়া সংগ্রাম সরদার দম্পতির ()

14 বছর ধরে মানসিক ভারসাম্যহীন দুই সন্তানকে নিয়ে জেরবার ক্যানিংয়ের ইটখোলার দক্ষিণ রেদোখালি গ্রামের বাসিন্দা নিমাই সরদার এবং তাঁর স্ত্রী উত্তরা সরদার ৷ তাদের সুস্থ করে তোলাই দম্পতির জীবনের উদ্দেশ্যে ৷ কিন্তু, অভাবের সংসারে নতুন বিপদ নিমাই সরদারের বিকল কিডনি ৷

ক্যানিং (দক্ষিণ 24 পরগনা), 14 সেপ্টেম্বর : বিগত প্রায় 14 বছর ধরে দুই সন্তানকে নিয়ে জেরবার ক্যানিংয়ের ইটখোলার দক্ষিণ রেদোখালি গ্রামের বাসিন্দা নিমাই সরদার এবং তাঁর স্ত্রী উত্তরা সরদার ৷ কারণ তাঁদের দুই ছেলেই মানসিক ভারসাম্যহীন ৷ জন্মের পর থেকে তারা স্বাভাবিক ছিল ৷ কিন্তু, দুই ছেলেই 5 বছর ও 6 বছর বয়সের পর থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ৷ এমনকি বেশ কয়েকবার বাড়ি থেকে বেরিয়েও গিয়েছিল তারা ৷ তাই তাদের ধরে রাখতে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় সরদার পরিবারকে ৷ এরই মধ্যে পরিবারের একমাত্র উপার্জনকারী নিমাই সরদারের একটি কিডনি বিকল হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে দুই ছেলে এবং স্বামীর চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আর্জি জানালেন উত্তরা সরদার ৷

প্রসঙ্গত, আর দশটা বাচ্চার মতোই বড় হচ্ছিল নিমাই সরদারের ছেলে বিশ্বজিৎ সরদার ৷ তাকে স্থানীয় এক প্রাথমিক স্কুলে ভর্তিও করানো হয়েছিল ৷ কিন্তু, বছর পাঁচেক পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে বিশ্বজিৎ ৷ এর পর কথা বলা বন্ধ হয়ে যায় তার ৷ মাঝে বেশ কিছুদিনের জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সে ৷ পরে বহু খোঁজাখুজি করে বিশ্বজিতের খোঁজ পায় পরিবার ৷ এই পরিস্থিতিতে বিশ্বজিৎকে বাড়ির মধ্যেই বেঁধে রাখতে শুরু করে পরিবার ৷

মানসিক ভারসাম্যহীন দুই সন্তান, কিডনি বিকল গৃহকর্তার ; সরকারি সাহায্যের আর্জি গৃহকত্রীর

আরও পড়ুন : BSNL : জলপাইগুড়ি পোস্ট অফিস চত্বরে ধুঁকছে বিএসএনএলের কাস্টমার সার্ভিস সেন্টার

কয়েক বছর পর নিমাই সরদার এবং তাঁর স্ত্রীর দ্বিতীয় সন্তান হয় ৷ প্রথমে তাকেও স্বাভাবিক বলে মনে হয়েছিল ৷ কিন্তু, বছর পাঁচেক পর সেও একই ধরনের আচরণ শুরু করে ৷ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ এই পরিস্থিতিতে দুই ভাইকে একসঙ্গে খুঁটিতে বেঁধে রাখে পরিবার ৷ এমনকি খাওয়ানোর সময়ও তাদের বেঁধে রাখা হয় ৷ সন্তানদের নিয়ে জেরবার সরদার দম্পতির জীবনে এবার নতুন বিপত্তি ৷ নিমাই সরদারের ডান কিডনি বিকল হয়ে গিয়েছে ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাঁদের সংসার চালানো দায় হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন নিমাই সরদারের মা রেণু সরদার ৷ তাঁর ছেলে এবং দুই নাতিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্যের আর্জি জানিয়েছেন ৷

Last Updated :Sep 14, 2021, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.