ETV Bharat / state

Political Unrest: বিরোধী দল করার অপরাধে 20টি পরিবারকে চাষ করতে বাধা

author img

By

Published : Jun 21, 2022, 10:55 PM IST

Political Unrest Pathar Pratima
বিরোধীদল করার অপরাধে 20 টি পরিবারকে জমিতে চাষ করতে বাধা

দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর এলাকায় বিজেপি করার অপরাধে কুড়িটি পরিবারকে পাঁচ বছর ধরে প্রায় একশো বিঘা জমি চাষ করতে দেয়নি তৃণমূলের চাষি কমিটির প্রধান ।

পাথরপ্রতিমা, 21 জুন : কেবলমাত্র বিজেপি করার অপরাধে কুড়িটি পরিবারকে পাঁচ বছর ধরে প্রায় একশো বিঘা জমি চাষ করতে দেয়নি তৃণমূলের চাষি কমিটির প্রধান ৷ ধান চাষের সেই জমিগুলো এখন ঘাসে ভরে আছে, দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর এলাকায় ।

ওই কুড়িটি পরিবারের অভিযোগ নিকাশি ব্যবস্থার জন্য ওই চাষি কমিটির মাতব্বররা বিধান দেন, বিঘা প্রতি এক হাজার টাকা করে তোলা দিতে হবে, না-হলে জমিতে চাষ করতে দেওয়া হবে না । ওই কুড়িটি পরিবার চাষি কমিটির ওই ফতোয়া মানতে নারাজ ৷ যার ফলে জোর করে পাঁচ বছর ওই কুড়িটি পরিবারের একশো বিঘা জায়গা চাষ করতে দেয়নি ৷ এখনও চাষ করতে না-পারায় অনাহারে দিন কাটাতে হচ্ছে ওই পরিবারগুলিকে । বর্তমানে অলিখিত একপ্রকার সামাজিক বয়কটের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের । জমি কমিটির প্রধান পাওয়ার টিলারের মালিকদের নোটিশ করে জানিয়ে দেয় এই এলাকায় কুড়িটি পরিবারকে কোনওমতে হাল দেওয়া যাবে না ।

বিরোধীদল করার অপরাধে 20 টি পরিবারকে জমিতে চাষ করতে বাধা

আরও পড়ুন : তিল চাষ করে মিলছে লাভ, ভবিষ্যতের আশায় বুক বাঁধছেন চাষিরা

পাওয়ার টিলার ও ট্রাক্টর না-পেয়ে কোদাল দিয়ে চাষ করতে গেলে তাদেরকে মেরে ধরে চাষ বন্ধ করে দেয় । বিগত বছরগুলিতে এমত অবস্থায় প্রশাসনের প্রত্যেকটা দফতরে এমনকি জেলাশাসকে জানানো হয় । দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের নির্দেশে বিডিও চাষি কমিটিকে ও ওই কুড়িটি পরিবারকে একটা মীমাংসা করে দেন । পরবর্তীকালে ওই জমিতে নামতে গেলে আবার সেই একই অবস্থা তাদের মেরে ধরে চাষ বন্ধ করে দেয় । কুড়িটি পরিবারের দাবি, অবিলম্বে প্রশাসন এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর হাতে অপরাধীদের শাস্তি দিক ৷ আর তারা যেন নিজেদের জমি চাষ করতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.