ETV Bharat / state

Honey Robbery : মধু সংগ্রহে গিয়ে ডাকাতের খপ্পরে, বাধা দেওয়ায় মারধরে জখম 11

author img

By

Published : Apr 13, 2022, 10:46 AM IST

মধু সংগ্রহ করতে গিয়ে ডাকাতের খপ্পরে মধু সংগ্রহকারীদের নৌকা (Honey Robbery) ৷ বাধা দিতে গিয়ে আহত 11 ৷ এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন 3 জন ৷ কী হয়েছিল সেদিন রাতে ?

gosaba
মধু সংগ্রহ করতে গিয়ে ডাকাতের খপ্পরে

সুন্দরবন, 13 এপ্রিল : মধু সংগ্রহকারীদের নৌকায় ডাকাতি (Honey Robbery in Boat 11 Injured) ৷ এর জেরে আহত হলেন 11 জন মধু সংগ্রহকারী ৷ আশঙ্কাজনক অবস্থায় তিনজন ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি ৷ মঙ্গলবার ভোররাত নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার গোসাবা (Gosaba News) ব্লকের পীরখালি 5 নম্বর লেবুখালি এলাকায় । এদিন পীরখালি ফরেস্ট ক্যাম্পে আসার পর ডাকাতির কথা জানা যায় ৷

সরকারিভাবে 8 এপ্রিল থেকে সুন্দরবনে মধু সংগ্রহের কাজ শুরু হয়েছে ৷ সেই মতো বন দফতরের অনুমতি নিয়ে 43টি দল সুন্দরবনের (Honey Robbery at Sundarban) সজনেখালি থেকে গভীর জঙ্গলে রওনা দেয় 8 এপ্রিল । 11 এপ্রিল সোমবার সারাদিন জঙ্গলে মধু সংগ্রহ করে বালি 1 ও 2 এলাকার বাসিন্দা মৌলে অনন্ত মণ্ডল, ইদ্রিশ আলি জমাদার, রবীন্দ্রনাথ গায়েন, বিশ্বনাথ মণ্ডল, অনন্ত মণ্ডল, সঞ্জয় আড়ি, রমেশ গায়েন, ধনঞ্জয় মণ্ডল, শঙ্কর মণ্ডল, সুনীল মণ্ডল ও সুক্ষ্ম মণ্ডল । এরপর সন্ধ্যায় লেবুখালি এলাকায় নদীতে নোঙর করে রাতে খাওয়া দাওয়া করে তাঁরা নৌকায় ঘুমিয়ে পড়ে ।

আরও পড়ুন : Model Workstation in Sundarban : মৎস্যজীবী ও আদিবাসীদের জীবিকা নির্বাহে সুন্দরবনে ‘মডেল কর্মক্ষেত্র’

এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ দু'টি নৌকা করে প্রায় 20 জন ডাকাত মধু সংগ্রহকারীদের নৌকায় আক্রমণ করে ৷ বাধা দিতে গেলে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে মধু সংগ্রহকারীদের । ভেঙে দেয় দাঁড় ৷ মোবাইল ফোন ও নৌকায় থাকা তিন থেকে চার কুইন্টাল মধু নিয়ে চম্পট দেয় ডাকাতরা ৷ যাওয়ার সময় বলে জোয়ার এলে তবে যেন তারা যায় ৷ ডাকাতদের মারে জখম হন 11জন মধু সংগ্রহকারী ।

আহত মধু সংগ্রহকারীর বক্তব্য

সকালে জোয়ার এলে কোনওরকমে গাছের ডাল কেটে দাঁড় বানিয়ে আহত মধু সংগ্রহকারীরা নৌকাটিকে পীরখালি ফরেস্ট ক্যাম্পে নিয়ে আসেন । খবর পেয়ে সজনেখালি ফরেস্ট রেঞ্জ অফিসার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে ঘটনাস্থলে আসে বনকর্মীরা । আসে পুলিশও ৷ আহতদের উদ্ধার করে গোসাবা গ্রামীণ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ এদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে । তবে কীভাবে এ ধরনের ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বনদফতর ও পুলিশ । উভয়ে মিলে ইতিমধ্য়ে তল্লাশি শুরু করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি ৷

আরও পড়ুন : Honey collection from Sundarban : মধু সংগ্রহে যাবেন সুন্দরবনের জঙ্গলে, আশায় বুক বাঁধছেন মউলেরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.