ETV Bharat / state

"চলো পালটাই", ভোট-বঙ্গে নতুন স্লোগান শাহের

author img

By

Published : Feb 11, 2021, 2:31 PM IST

Updated : Feb 11, 2021, 2:56 PM IST

west bengal assembly election 2021_mamata will chant jay sree ram after assembly election, said amit shah
ভোটের পর মমতাও জয় শ্রীরাম বলবেন: অমিত শাহ

কোচবিহার রাসমেলার মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা অমিত শাহের৷ জয় শ্রীরাম স্লোগান নিয়ে আক্রমণ তৃণমূলনেত্রীকে৷ অমিতের দাবি, বিধানসভা ভোটের পর ‘জয় শ্রীরাম’ স্লোগান দেবেন মমতাও!

কোচবিহার, 11 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও জয় শ্রীরাম স্লোগান দেবেন ! বৃহস্পতিবার কোচবিহারের সভামঞ্চ থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিন কোচবিহারের রাসমেলা ময়দান থেকে উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার সূচনা করেন অমিত শাহ ৷ তার আগে নিজের ভাষণে একের পর এক ইশুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি ৷ অমিতের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্য়ায় সর্বদাই কেন্দ্রের সঙ্গে ঝগড়ার মুডে থাকেন ৷ এমনকী, নেতাজির জন্মজয়ন্তীতেও প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া করতে ছাড়েননি তিনি৷ অমিতের দাবি, মমতার এই ঝগড়ুটে মনোভাবের জন্যই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষ৷

বুধবার মালদায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অনুযোগ ছিল, মালদার মানুষ বরাবর বঞ্চিত করেছেন তৃণমূলকে ৷ ভোটের ময়দানে বাম, বিজেপি, কংগ্রেস মালদাবাসীর আশীর্বাদ পেলেও শিকে ছেঁড়েনি জোড়া ফুলের ভাগ্যে ৷ বৃহস্পতিবার অনুযোগের আবেগ ঝড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা অমিত শাহের গলাতেও৷ কোচবিহারের রাসমেলা মাঠের সভামঞ্চ থেকে তিনি বলেন, 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সুযোগ দিয়েছেন বাংলার মানুষ ৷ একবার অন্তত বিজেপিকে বেছে দেখুন ৷ পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা তৈরি করে দেখাবে পদ্মশিবির ৷

আরও পড়ুন: শাহ লাইভ : আধা সামরিক বাহিনীতে এবার নারায়ণী সেনা

34 বছরের বাম শাসনের অবসানে পরিবর্তনের স্লোগান তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ 10 বছর মসনদে থাকার পর তাঁর সরকারের বিরুদ্ধে অভিযোগ অসংখ্য৷ সাম্প্রতিককালে যা নিয়ে আসর সরগরম করছে গেরুয়াশিবির ৷ বিধানসভা ভোটের আগে এবার পরিবর্তনের স্লোগান উঠেছে তাদের মুখেও ৷ বৃহস্পতিবার কোচবিহারের সভামঞ্চ থেকে নতুন স্লোগান তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং ৷ মমতা সরকারকে সমূলে উৎখাতের বার্তা দিয়ে ‘‘চলো পালটাই’’-এর ধ্বনি দিলেন তিনি ৷ উপস্থিত জনতার প্রতি তাঁর আবেদন, বিজেপির সরকার গড়তে বাংলার ঘরে ঘরে চলো পালটাইয়ের স্লোগান সফল করুন৷

Last Updated :Feb 11, 2021, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.