ETV Bharat / state

গোরু পাচারে অভিযুক্ত তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান, ডেপুটেশন BJP-র

author img

By

Published : Sep 19, 2020, 3:42 PM IST

কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তের অনেক জায়গায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি ৷ সীমান্ত ঘেঁষে মেখলিগঞ্জের বাগডকরা- ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং কুচলিবাড়ি এলাকায় বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নেই ৷ অভিযোগ , খোলা সীমান্তকে পাচারের হাতিয়ার করে গোরু পাচার হচ্ছে ৷ আর এই গোরু পাচারের যুক্ত রয়েছেন স্বয়ং গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামী ৷ এমনই অভিযোগ আনল BJP৷

BJP submitted deputation
পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন জমা BJP-র

কোচবিহার , 19 সেপ্টেম্বর : ভারত -বাংলাদেশ সীমান্ত এলাকায় গোরু পাচারে যুক্ত রয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামী ৷ এই অভিযোগ তুলে গতকাল মেখলিগঞ্জ ব্লকের বাগডকরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দিল BJP ৷

কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের বাগডকরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত দপ্তরে 25 দফা দাবিতে ডেপুটেশন জমা দেয় মেখলিগঞ্জ BJP-র দক্ষিণ মণ্ডল কমিটির নেতা-কর্মীরা ৷ ডেপুটেশনে বিভিন্ন দাবির পাশাপাশি গোরু পাচারের বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামী জগদীশ রায়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়ে ৷ অভিযোগ , বাংলাদেশ সীমান্তবর্তী ওই এলাকায় গোরু পাচারে মদত দিচ্ছেন পঞ্চায়েত প্রধান কোয়েল রায় এবং তাঁর স্বামী ৷ BJP-র অভিযোগ , সীমান্তবর্তী এলাকার প্রতি সপ্তাহে চারশো গোরু পাচার করা হচ্ছে ৷ গোরু পাচারের অভিযোগ-সহ রাজ্য সরকারের ঘোষণা মতো পরিযায়ী শ্রমিকদের সাহায্য মিলছে কি না , রাস্তাঘাটের সংস্কার ইত্যাদি বিষয়ে অভিযোগ এনে ডেপুটেশন জমা দেওয়া হয় ৷


উল্লেখ্য , কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তের অনেক জায়গায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি ৷ সীমান্ত ঘেঁষে মেখলিগঞ্জের বাগডকরা- ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং কুচলিবাড়ি এলাকায় বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নেই ৷ অভিযোগ , খোলা সীমান্তকে পাচারের হাতিয়ার করে গোরু পাচার হচ্ছে ৷ শুধু তাই নয় , কাঁটাতারের বেড়া কেটেও পাচার করা হচ্ছে গোরু ৷ আর এই গোরু পাচারের যুক্ত রয়েছেন স্বয়ং গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামী ৷ এমনই অভিযোগ আনল BJP৷ যদিও এই বিষয়ে কোয়েল রায় কিছু মন্তব্য করেননি ৷

ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচির পর BJP-র মণ্ডল সভাপতি দধিরাম রায় অভিযোগ করে জানান , ভারত-বাংলাদেশ সীমান্তের বাগডকরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামী সীমান্তে গোরু পাচারে যুক্ত ৷ সেই অভিযোগ এবং আরও বেশ কিছু অভিযোগ , দাবি সামনে রেখে মেখলিগঞ্জ BJP-র দক্ষিণ মণ্ডল কমিটির তরফে বাগডকরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত প্রধানকে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয় ৷ বাংলাদেশ সীমান্ত এলাকায় সপ্তাহে চারশো গোরু পাচার হচ্ছে ৷ ওই এলাকা গোরু পাচারের আঁতুড়ঘরে পরিণত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.