ETV Bharat / state

পার্থপ্রতিম রায়ের বাড়িতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

author img

By

Published : Jul 19, 2021, 3:48 PM IST

today Rabindranath Ghosh goes to TMCs coochbehar district president partha pratim roys house
পার্থপ্রতিম রায়ের বাড়িতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার জেলা তৃণমূল সভাপতির বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ৷ জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাবা তৃণমূল নেতার উপর কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ তাঁদের বাড়িতে গুলি চালানোর ঘটনাকে কেন রবীন্দ্রনাথ ঘোষ সাজানো ঘটনা বলে মন্তব্য করেছেন, সেই প্রশ্ন তোলেন জেলা তৃণমূল সভাপতির বাবা ৷

কোচবিহার, 19 জুলাই : গতকাল কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে গুলি চালানোর অভিযোগ ওঠে ৷ যে ঘটনার পর আজ জেলা তৃণমূল সভাপতির বাড়িতে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ আর তাঁকে দেখেই কার্যত নিজেের ক্ষোভ উগড়ে দিলেন পার্থপ্রতিম রায়ের বাবা সুরেশচন্দ্র রায় ৷ কেন রবীন্দ্রনাথ ঘোষ সংবাদমাধ্য়মে গুলি চালানোর ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছেন, তা জানতে চেয়ে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি ৷

প্রসঙ্গত, রবিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে ৷ যে ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় কোচবিহারে ৷ কিন্তু, এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত একটি পোস্ট করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ শুধু তাই নয়, সংবাদমাধ্যমের সামনে গোটা ঘটনাকে সাজানো বলে উল্লেখ করেন তিনি ৷ যা সামনে আসতেই তৃণমূলের মধ্যেই ক্ষোভ তৈরি হয় ৷ এমনকি আজ রাজ্যের তৃণমূল নেতৃত্ব কার্যত জোর করেই রবীন্দ্রনাথ ঘোষকে জেলা সভাপতির বাড়িতে পাঠায় ৷

তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে আজ রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা সভাপতির বাড়িতে যান ৷ সেখানে তিনি পৌঁছতেই, পার্থপ্রতিম রায়ের বাবা সুরেশচন্দ্র রায় রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ কেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন, তা জানতে চেয়ে ক্ষোভ উগড়ে দেন ৷ যদিও এ নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ কোনও মন্তব্য করতে চাননি ৷ পার্থপ্রতিম রায়ের বাড়ি থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত ৷ তিনি আরও অভিযোগ করেন, এর আগে জিরানপুরে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল বিজেপি কর্মী-সমর্থকরা ৷ এমনকি গ্রাম পঞ্চায়েতের অফিসেও লুঠপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷ প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়ের মধ্যে রাজনৈতিক সম্পর্ক কোনওদিন ভাল ছিল না ৷ গতকাল গুলি চলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মন্তব্য তারই বহিঃপ্রকাশ ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.