ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি, জখম 12

author img

By

Published : Aug 8, 2019, 11:50 PM IST

শীতলকুচির গোলেনাহাটি এলাকায় BJP-তৃণমূল সংঘর্ষের জেরে জখম 12 ৷ এই ঘটনায় পুলিশ 11 জন BJP কর্মীকে আটক করে ৷

এলাকায় মোতায়েন পুলিশ

কোচবিহার, 8 অগাস্ট : BJP-তৃণমূল সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত শীতলকুচি ৷ ঘটনার জেরে জখম হয় উভয়পক্ষের 12 জন ৷ শীতলকুচির গোলেনাহাটি এলাকার ঘটনা ৷ এই ঘটনায় পুলিশ 11 জন BJP কর্মীকে আটক করে ৷

আজ শীতলকুচির গোলেনাহাটি এলাকার স্কুলমাঠে তৃণমূলের সভা ছিল ৷ অভিযোগ, ওই সভায় যোগ দিতে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় BJP ৷ যার জেরে জখম হন চারজন ৷ BJP-র অভিযোগ, সদস্যপদ সংগ্রহ অভিযান চলাকালীন তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা চালায় ৷ তৃণমূল কর্মীদের হামলার জেরে ছয়জন BJP কর্মী গুরুতর জখম হন ৷ অভিযোগ, আটটি বাইকও ভাঙচুর করে তৃণমূলের কর্মীরা ৷ BJP-তৃণমূলের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ দু'পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ আহত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন ৷ 11 জন BJP কর্মীকে আটক করে পুলিশ ৷ গুরুতর জখম ছয় BJP কর্মী কোচবিহার MJN হাসপাতালে চিকিৎসাধীন ৷

TMC michil
তৃণমূলের এই মিছিলের উপর হামলা চালায় BJP

আরও পড়ুন : পথ আটকাল BJP, নিজের গ্রামেই 'দিদিকে বলো' কর্মসূচি করতে পারলেন না বিধায়ক

শীতলকুচি ব্লকের তৃণমূল নেতা সাহের আলি বলেন, "জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণের নির্দেশে দলীয় কর্মীদের নিয়ে একটি সভার আয়োজন করা হয় ৷ আমাদের দলীয় কার্যালয়গুলো BJP দখল করে নিয়েছে ৷ সেই কার্যালয় পুনরুদ্ধার করার জন্য সভার আয়োজন করা হয় ৷ কিন্তু সভায় আসার পথেই দলীয় কর্মীদের মারধর করে BJP-র কর্মীরা ৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন ৷ "
যদিও শীতলকুচি ব্লকের BJP নেতা সন্তোষ বর্মণ বলেন, "আমাদের সদস্যপদ সংগ্রহ অভিযান চলছে ৷ সেজন্য একটি মিছিল বের করা হয় ৷ সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা হঠাৎ হামলা করে ৷ পুলিশও BJP কর্মীদের উপর লাঠিচার্জ করে ৷"

Intro:তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি ,উভয়পক্ষে আহত ১২,লাঠি চার্জ পুলিশের ,ভাংচুর বাইক ,গ্রেপ্তার ১১ বিজেপি কর্মী ৷


কোচবিহার :০৮ আগষ্ট :

তৃনমূল বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি ৷ঘটনায় উভয়পক্ষের আহত হন ১২ জন ,ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাইক ৷ঘটনায় পুলিশের ব্যাপক লাঠিচার্জ করে ৷ আটক করা হয় ১১ জন বিজেপি কর্মীকে ৷

সূত্রে খবর ,কোচবিহারের শীতলকুচির গোলেনাহাঁটি এলকার স্কুল মাঠে সভা ছিল তৃনমূলের ৷অভিযোগ সভায় যোগ দিতে আসা তৃনমূল কর্মীদের ওপর মারধোর করে বিজেপি ,আহত হন চারজন ৷ এরপর ,একই এলাকায় বিজেপির একটি মিছিলে হামলা চালায় তৃনমূল কর্মীরা ৷ অভিযোগ ,তৃনমূল কর্মীরা সেই বিজেপির মিছিলে হামলা চালায় ৷বিজেপির অভিযোগ ঘটনায় তাঁদের ৬ জন কর্মী গুরুতর আহত হন ৷সেই সময় তাঁদের আটটি বাইক ভাংচুর তৃনমূল ৷পুলিশই লাঠিচার্জ এ আহত হন বেশ কয়েকজন ৷

তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা যায় ,আজ দলীয় কর্মীদের নিয়ে শীতলকুচির গোলেনাহাটি এলাকায় সভা ছিল ৷ সভায় হামলা চালায় BJP কর্মীরা ৷ এতে আহত হয় চার তৃনমূল কর্মী ৷বিজেপি সূত্রে জানা যায় তাঁদের সদেস্যপদ অভিযান চলছিল ৷ বিজেপির অভিযোগ "সদেস্যপদ অভিযানে হঠাত তৃনমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালায় ৷ পুলিশ BJP কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে ৷ তাঁদের ১১ জন কর্মীকে তুলে নিয়ে যায় ৷গুরুতর আহত ৬ জনকে কোচবিহার এম .জে ,এন হাসপাতালে ভর্তি করা হয় ৷ঘটনা বিকেল তিনটের দিকে ঘাটে ৷


ঐ বিষয়ে শীতলকুচি ব্লকের তৃনমূল নেতা সাহের আলী জানান "জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মনের নির্দেশে আমরা কর্মীদের নিয়ে একটি সভা করছি ৷ আমাদের অনেক পার্টি অফিস গুলো BJP-র দখল করে নিয়েছে সেগুলো পুনঃউদ্ধার করার জন্য আমাদের কিছু আলোচনা ছিল ,সেই মোতাবেক একটি সভা আয়োজন করি ৷ কিন্তূ ,সভায় আসার পথে আমাদের কর্মীদের মারধোর করে BJP কর্মীরা ৷ তাঁদেরকে হাসপাতাল ভর্তি করা হয়েছে ৷ "

অন্যদিকে ,শীতলকুচি ব্লকের বিজেপির ব্লক নেতা সন্তোষ বর্মন জানান "আমাদের সদেস্যপদ সংগ্রহ অভিযান চলছে ,এজন্য একটি মিছিল ছিল ৷ সে সময় তৃনমূল কংগ্রেসের কর্মী হঠাত তাঁদের ওপর আক্রমণ করে ৷ পুলিশও তাঁদেরই ওপর লাঠি চার্জ করে ৷তাঁর অভিযোগ তাঁদেরই ১১ জন নির্দোষ কর্মীকে আটক করে পুলিশ ৷ "বিজেপির অভিযোগ "পুলিশ তাঁদের কর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে ,এতেও আহত হন বেশ কয়েকজন ৷

ঘটনায় মুহূর্তে উপস্থিত ছিল মাথাভাঙ্গা ও শীতলকুচি থানার পুলিশ ৷পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে পুলিশ ৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.