ETV Bharat / state

TMC Ballot Box Stolen: শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিয়ে অভিষেক মঞ্চ ছাড়তেই লুঠ তৃণমূলের গণভোটের ব্যালট বক্স!

author img

By

Published : Apr 25, 2023, 4:30 PM IST

Updated : Apr 25, 2023, 5:05 PM IST

পঞ্চায়েতে প্রার্থী বাছতে জনমত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল ৷ মঙ্গলবার ব্যালট বক্সে সেই প্রক্রিয়া শুরু হতেই ছিনতাই হয়ে যায় তৃণমূলের ব্যালট বক্স ৷ ঘটনায় ক্ষুব্ধ অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

ETV Bharat
ছিনতাই তৃণমূলের ব্যালট বক্স

তৃণমূলের গণভোটের ব্যালট বক্স লুঠ

সিতাই, 25 এপ্রিল: এবারের পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে ৷ গত কয়েকদিন ধরে একাধিকবার এই কথা শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ এমনকি প্রার্থী বাছতে দল মানুষের মতামতকে গুরুত্ব দেবে বলেও জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ এরজন্য গণভোট নেওয়াও মঙ্গলবার থেকে শুরু করেছে তৃণমূল ৷ কিন্তু এদিন সেই ব্যালট বক্সই ছিনতাই হয়ে গেল কোচবিহারের সিতাইয়ে ৷

তৃণমূলের নব জোয়ার কর্মসূচির অঙ্গ হিসেবে কোচবিহার থেকে গোপন ব্যালটে এই ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মঙ্গলবারই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু মানুষের মতামত নেওয়ার তৃণমূলের এই উদ্যোগ কতদূর ফলপ্রসূ হবে ও বাস্তবে সেই জনমত কতটা প্রতিফলিত হবে তা নিয়েই প্রশ্ন উঠে গেল ৷ কারণ কোচবিহারের সিতাইয়ে এদিন অভিষেকের জনসভা শেষে দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে ব্যালট বক্সই ছিনতাই হয়ে গিয়ে বলে অভিযোগ ৷ ছিঁড়ে মাটিতে লুটোপুটি খেয়েছে ব্যালট পেপারও ৷

এদিন সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারিতে সভা ছিল অভিষেকের ৷ সেই সভায় গণভোটের কথা শোনাও যায় তাঁর মুখে ৷ কিন্তু এদিন সভা ছেড়ে অভিষেক চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হুলস্থুল পড়ে যায় সেখানে ৷ যে গোপন ব্যালটে ভোটের জন্য এত আয়োজন সভামঞ্চ থেকে সেই ব্যালট বক্সও লুঠ হয়ে যায় ৷ এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে ৷ অভিযোগ ব্যালট লুঠ করেছেন তৃণমূল কর্মীরাই ৷ ফলে নিজেদের মত জানাতে পারেননি সাধারণ মানুষ ৷

আরও পড়ুন: পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে সাধারণের মধ্য়ে ব্যালট ও ফোন নম্বর বিলি অভিষেকের

জানা গিয়েছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সভা ছেড়ে চলে যাওয়ার পরেই ওই সভামঞ্চের ওপরে রাখা ব্যালটের দখল নিয়ে মারামারি লেগে যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে । অভিষেক জানিয়েছিলেন, ব্যালট পেপারে নাম লিখে কে কাকে প্রার্থী করতে চান, তাঁর নাম দিতে পারেন ৷ বাস্তবে দেখা গেল এদিন সেই সুযোগই মেলেনি ৷ নাম জমা পড়া শুরু হতেই ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয় ৷ ব্যালট পেপারের দখল কে কতটা নেবে তা নিয়ে শুরু হয় হুড়োহুড়ি । মঞ্চে থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মীও জখম হন । কাড়াকাড়ি করতে গিয়ে সভামঞ্চ ছিঁড়ে ফেলা হয় ব্যালট পেপার ।

পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ আধঘন্টা বন্ধ থাকার পর কড়া পুলিশি নিরাপত্তায় ফের ভোটগ্রহণ শুরু হয় ৷ এদিনের ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, যারা গোসানিমারিতে ব্যালট বক্স ভেঙেছে তাদের চিহ্নিত করা হবে । আগামিকাল ফের ওই এলাকায় ভোট নেওয়া হবে ৷ এদিন তিনি বলেন, "আমি আসার পরেই ব্যালট বক্স ভাঙা হয়েছে, ছেঁড়া হয়েছে । আমি বিকেলে রিপোর্ট দেখব । যারা গন্ডগোল করে ব্যালট বক্স ভাঙছে তাদের আমি দেখব । সরকারের চোখ হয়ে কাজ করতে হবে । কারও দাদাগিরি চলবে না । আগে প্রার্থী নির্বাচন হত বন্ধ ঘরে এটা আর চলবে না ।"

Last Updated : Apr 25, 2023, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.