ETV Bharat / state

Dinhata College Chaos: নকলে বাধা দেওয়ায় হেনস্থা! অধ্যক্ষ-সহ অধ্যাপকদের পথ অবরোধে

author img

By

Published : Jul 28, 2023, 7:04 AM IST

Updated : Jul 28, 2023, 7:30 AM IST

Etv Bharat
দিনহাটা কলেজের সামনে অবরোধ অধ্যক্ষ-সহ অধ্যাপক-অধ্যাপিকাদের

পরীক্ষা চলাকালীন নকল করতে বাধা দিয়েছিলেন অধ্যাপকরা ৷ অভিযোগ, তাতেই বহিরাগতদের এনে কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের হেনস্থা করেছিল বেশ কিছু ছাত্র ৷ তার প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ করলেন দিনহাটা কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরা ৷

দিনহাটা কলেজের সামনে অবরোধ অধ্যক্ষ-সহ অধ্যাপক-অধ্যাপিকাদের

দিনহাটা, 28 জুলাই: কলেজে নকল করতে বাধা দেওয়ায় অধ্যাপকদের হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দিনহাটা কলেজের সামনে পথ অবরোধ করলেন অধ্যাপক-অধ্যাপিকারা । অবরোধের জেরে দিনহাটা-কোচবিহার রুটে যান চলাচল ব্যাহত হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা থানার পুলিশ।

জানা গিয়েছে, পঞ্চা দিনহাটা কলেজে পরীক্ষা চলছে । পরীক্ষা চলাকালীন বেশ কিছু ছাত্র নকল করার চেষ্টা চালাচ্ছিল । পরীক্ষা হলে কর্তব্যরত শিক্ষকেরা বাধা দিলে বহিরাগতদের নিয়ে এসে কর্তব্যরত শিক্ষকদের হেনস্থা করা হয় বলে অভিযোগ । এরপর কলেজের সিসিটিভিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । অধ্যাপকদের দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় । এরপরই উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে ।

এই ঘটনায় কলেজ অধ্যক্ষ আবদুল আওলাল-সহ কলেজের সমস্ত অধ্যাপক-অধ্যাপিকারা পথ অবরোধে সামিল হন । গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । দিনহাটা কলেজের অধ্যাপিকা হিমানি পারভিন বলেন, "মাঝে মধ্যেই ওরা শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দেয় । গত সেমিস্টার চলাকালীনও এক শিক্ষককে মারধর করা হয়েছে । গতকালও একজনকে হেনস্থা করা হয় । এরপর এদিন একাধিক অধ্যাপক-অধ্যাপিকাকে হেনস্থা করা হয় । সবমিলিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ।"

কলেজের অধ্যক্ষ আবদুল আওলাল-সহ অধ্যাপকরা রাস্তায় বসে পড়েন । এই বিষয়ে অধ্যক্ষের বক্তব্য, "এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না ।" এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । তিনি পুলিশের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ।

গোটা ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বাম ছাত্র সংগঠন এসএফআই । এসএফআইয়ের কলেজ ইউনিটের সম্পাদক শুভজিৎ দাস বলেন, "তৃণমূল ছাত্র পরিষদ আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে । এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছিল । এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ।" যদিও এর উত্তরে তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতা আমির আলম জানান, এহেন অভিযোগ ভিত্তিহীন ।

আরও পড়ুন : নকলে বাধা, স্কুলে ভাঙচুর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের; মার প্রধান শিক্ষককেও

Last Updated :Jul 28, 2023, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.