ETV Bharat / state

Udayan slams BSF: শীতলকুচিতে কৃষকের মৃত্যুতে বিএসএফকে আক্রমণ উদয়ন গুহের

author img

By

Published : Apr 3, 2023, 7:37 PM IST

State Minister Udayan Guha
উদয়ন গুহ

এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের নিশানায় বিএসএফ ৷ শীতলকুচির সীমান্তে গিয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় বিএসএফকে আক্রমণ করলেন তিনি ৷

কৃষকের মৃত্যুতে বিএসএফকে আক্রমণ উদয়ন গুহের

কোচবিহার, 3 এপ্রিল: বিএসএফ বিবস্ত্র করে কৃষকের উপর অত্যাচার চালিয়েছে ৷ সেই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সত্যিটা সামনে চলে আসত ৷ তাই বিএসএফ নিজেদের পোশাক পরিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে ওই কৃষককে । শীতলকুচির বড় মরিচা গ্রামে গিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । এদিন চাঁচাছোলা ভাষায় বিএসএফকে বিঁধলেন তিনি ৷ উদয়ন অভিযোগ করেন, যেভাবে কোচবিহার জেলার বিভিন্ন সীমান্তে বিএসএফ একের পর এক সাধারণ মানুষকে মারছে, তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে । ক্রমশ বিএসএফ হত্যাকারীর রূপ ধারন করছে বলে তিনি দাবি করেন । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, "তাদের মানুষকে রক্ষা করার কথা । অথচ তারা হত্যাকারীর রূপ ধারন করছে । এটা নিয়ে উচুতলায় ভাবার প্রয়োজন রয়েছে । প্রয়োজনে মনোবিদের পরামর্শ নেওয়া উচিত ।"

কোচবিহারের শীতলকুচিতে জেলাল মিয়া নামে এক কৃষকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় । মৃতের পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যেতে ওই কৃষক বাড়ি থেকে বের হন । এরপর রাতে বাড়ি ফেরেননি । রবিবার সকালে বাড়ির লোকেরা খবর পান মাথাভাঙা হাসপাতালে রয়েছেন তিনি । সেখানে গেলে তাদের জানানো হয় তাঁর মৃত্যু হয়েছে । কৃষকের শরীরে বিএসএফের পোশাক পড়ানো ছিল বলে পরিবার দাবি করে । এরপর বাড়ির লোকেরা অভিযোগ করেন, বিএসএফ জেলাল মিয়াকে নিয়ে গিয়ে মারধর করেছে । যার ফলেই মৃত্যু হয়েছে তাঁর । তারপরেই গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ।

সোমবার সকালে ওই কৃষকের বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রমুখ । মৃত কৃষকের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন তাঁরা । এরপরই বিএসএফকে আক্রমণ করে উদয়ন গুহ বলেন, "বিএসএফ বেছে বেছে স্থানীয় লোকদের টার্গেট করছে । খুন করছে । এদের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে । বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।" অপরদিকে বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, "যারা চোরাচালানের সঙ্গে জড়িত তাদের গায়ে লাগছে । তাই তারা সীমান্তে গিয়ে এসব উলটো পালটা বকছেন ।"

আরও পড়ুন: সীমান্তে কৃষকের রহস্যমৃত্যু ! পরিবারের নিশানায় বিএসএফ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.